সম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে ওটিটি কলিং অ্যাপ্লিকেশন “আলাপ” । সরকারি সেবা মূলক কার্যক্রম হওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যে এটি নিয়ে সকলের ভেতর এক ধরনের আগ্রহ জন্ম নেয়। কেননা অন্য সকল অপারেটিং সিস্টেম এর তুলনায় অ্যাপ্লিকেশন ব্যবহার করে কথোপকথন করাটা খুবই সাশ্রয়।
যদিও বেশ কয়েকবছর আগে থেকেই ব্রিলিয়ান্ট কানেক্ট নামের একটি অ্যাপ্লিকেশন বাংলাদেশি গ্রাহকদের এই ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তবে সার্ভিস তুলনামূলক বাজে হবার কারণে ধীরে ধীরে মার্কেট হারাতে শুরু করেছে এই অ্যাপ্লিকেশন।
তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশীয় ও টি টি অ্যাপ্লিকেশন “আলাপ” সম্পর্কে কিছু প্রশ্নঃ উত্তরঃ।
প্রশ্নঃ “আলাপ” সাশ্রয়ী হবার কারন কি?
উত্তরঃ অন্যান্য মোবাইল ফোন অপারেটিং কোম্পানির তুলনায় “আলাপ” বেশ সাশ্রয়ী । কেননা এটি মাত্র ৩০ পয়সা প্রতি মিনিটে যেকোনো লোকাল নাম্বারে কথা বলার সুযোগ করে দিচ্ছে ।
প্রশ্নঃ “আলাপ” অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কি দেশের বাইরে কথোপকথন করা যাবে
উত্তরঃ “আলাপ” টু “আলাপ” কথোপকথন করা যেতে পারে ।তবে দেশের বাইরের কোন মোবাইল অপারেটিং কোম্পানির সিমে কল করা যাবে না। সুতরাং এটি কেবল মাত্র লোকাল মোবাইল অপারেটিং কোম্পানির নম্বর এর জন্য প্রযোজ্য।
প্রশ্নঃ অ্যাপ্লিকেশনে কি কোন ভ্যাট প্রযোজ্য রয়েছে
উত্তরঃ হ্যাঁ অবশ্যই ভ্যাট এবং সার্চ চার্জ দিয়ে “আলাপ” পাবলিকেশন এর প্রতি মিনিটে মোট খরচ দাঁড়াবে ৩৪ পয়সা , তার আশেপাশে।
প্রশ্নঃ কোন ধরনের টপ আপ ব্যবস্থা চালু রয়েছে?
উত্তরঃ আপনি চাইলে “আলাপ” অ্যাপ্লিকেশনটিতে টপ আপ করার জন্য বিকাশ নগদ এবং ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন।
প্রশ্নঃ “আলাপ” অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন করার জন্য কি কোন ধরনের কাগজপত্র প্রয়োজন হবে?
উত্তরঃ কোন বিশেষ কাগজপত্র প্রয়োজন হবে না। কেবলমাত্র একটি আইডি কার্ডের প্রয়োজন হবে ।আইডি কার্ডের ছবি তুলে রেজিস্ট্রেশন করতে হবে ।যাচাই করার জন্য আপনার নিজের সেলফি প্রয়োজন পড়বে।
প্রশ্নঃ “আলাপ” অ্যাপ্লিকেশন এ কোন ধরনের হিডেন সার্চ রয়েছে?
উত্তরঃ না কোন ধরনের হিডেন চার্জ নেই ,কেবলমাত্র ভ্যাট রয়েছে।
প্রশ্নঃ একটি এনআইডি কার্ড ব্যবহার করে কয়টি একাউন্ট খোলা যেতে পারে?
উত্তরঃ অফিশিয়ালি জানানো হয়েছে একটি এনআইডি কার্ড ব্যবহার করে কেবলমাত্র একটি একাউন্ট খোলা যেতে পারে। তবে অনেকেই দাবি করেছেন যে তারা মাল্টিপল একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। যদি এমনটা ঘটে থাকে তাহলে খুব শীঘ্রই সেসকল অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশ্নঃ অ্যাপ্লিকেশনটি কি উপলক্ষে চালু করা হয়েছে?
উত্তরঃ মূলত “আলাপ” অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে।
প্রশ্নঃ কোন অ্যাপ্লিকেশন ভালো সার্ভিস দিয়ে থাকে ব্রিলিয়ান্ট কানেক্ট নাকি “আলাপ”?
উত্তরঃ ইউজার এক্সপেরিয়েন্স মোতাবেক ব্রিলিয়ান্ট কানেক্ট এর তুলনায় “আলাপ” অ্যাপ্লিকেশনটি অনেক ভালো সার্ভিস দিচ্ছে। ভবিষ্যতে এটি আরও উন্নত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশ্নঃ এনআইডি কার্ডের ইনফর্মেশন সাবমিট হচ্ছেনা কেন?
উত্তরঃ এর পেছনের মূল কারণ হলো আপনার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ।সুতরাং ভালো ক্যামেরা সম্পন্ন একটি মোবাইল ব্যবহার করে “আলাপ” অ্যাপ্লিকেশনে সাইন আপ করতে পারেন।
প্রশ্নঃ একটি আইপি এড্রেস থেকে কতগুলো একাউন্ট খোলা যেতে পারে?
উত্তরঃ একটি ডিভাইস অথবা একটি আইপি অ্যাড্রেস থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।