তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের বেতন নিয়ে প্রকাশিত ‘ডাইস ২০২১ টেক স্যালারি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং সমপর্যায়ের নির্বাহীদের বেতন ২০১৯ সালের তুলনায় গত বছর ১ দশমিক ৭ শতাংশ কমেছে।
এদিকে আয়ের বিচারে তাঁদের ঠিক পরের সারির কর্মী, অর্থাৎ সিস্টেম আর্কিটেক্টদের বেতন একই মেয়াদে বেড়েছে ওই ১ দশমিক ৭ শতাংশ হারেই। গেল বছর তাঁদের গড় বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ৬৫৮ ডলার। গড় বেতনের বিচারে এর পরেই রয়েছেন ক্লাউড প্রকৌশলীরা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে এই পেশাজীবীদের গড় বার্ষিক বেতন ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৭৯ ডলারে। আর সাইবার নিরাপত্তা প্রকৌশলীদের বেতন বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ, গড় বার্ষিক বেতন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৪০ ডলার। তা ছাড়া কর্মীদের কাজ অনুযায়ী মূল বেতনের বাইরে কখনো কখনো বোনাস এবং শেয়ারের ভাগও দেওয়া হয়, যা এখানে উল্লেখ করা হয়নি।
বার্ষিক জরিপের অংশ হিসেবে বেতনের এই তথ্যগুলো সংগ্রহ করে ডাইস। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ৯ হাজার ১৪৩ জন পেশাজীবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করে তারা।
বার্ষিক বেতনের বিচারে ২০২০ সালে প্রযুক্তি খাতের শীর্ষ ১০ পেশা
দক্ষতা বার্ষিক গড় বেতন
আইটি ব্যবস্থাপনা ১,৪৩,৪১৬ ডলার
সিস্টেমস আর্কিটেক্ট ১,৪০,৬৫৮
ক্লাউড প্রকৌশলী ১,৩৬,৪৭৯
সাইবার নিরাপত্তা প্রকৌশলী ১,৩৪,৩৪০
ডেটা আর্কিটেক্ট * ১,৩৩,৩৪০
প্রোগ্রাম ব্যবস্থাপক ১,২২,৮১৮
ব্যবস্থাপনা পরামর্শক ১,২১,৬১৯
পণ্য ব্যবস্থাপক ১,২০,৫৮৪
ডেটাবিজ্ঞানী * ১,১৯,৮৯৮
এমআইএস ব্যবস্থাপক ১,১৯,৮৭৭
* ১০০ জনের কম পেশাজীবীদের তথ্যের গড়
সূত্র: আইইইই স্পেকট্রাম/ডাইস