টেকনো সম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৭ প্রো ! বিস্তারিত রিভিউ জেনে নেওয়ার আগে সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক ফোনটির ফুল স্পেসিফিকেশন!
প্রথমে চলুন জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইনের বেপারে
ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে মোট চারটি কালারে। এটি উচ্চতায় ১৬৪ মিলিমিটার এবং ওজন ১৯৮ গ্রাম। বেশ বড় এবং ভারী বলা চলে।
ফ্রন্ট প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ব্যাক প্যানেল এর ব্যবহার করা হয়েছে প্লাস্টিক । ফোনটিতে যে ফ্রেম গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্লাস্টিক বিল্ট ।
কোন ধরনের প্রটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সে ব্যাপারে এখনও অবধি জানা যায়নি।সুতরাং একটি প্রটেকশন ব্যবহার করা ভালো !
এবার কথা বলা যাক ফোনের ডিসপ্লে নিয়ে!
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। যেটিতে রয়েছে ৯০ হার্জড রিফ্রেশ রেট প্যানেল ।ডিসপ্লেতে একটি ছোট্ট পাঞ্চ হোল রয়েছে । ৬.৬ ইঞ্চির ডিসপ্লেটির screen-to-body রেশিও ৮১% ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি ২৬৩ ।
চলুন জেনে নেওয়া যাক ফোন পারফরম্যান্সের ব্যাপারে!
ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন। ফোনের প্রসেসর হিসেবে দেয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮০ । ফোনটি ৪/৬৪ ও ৬/১২৮ জিবি ভেরিয়েন্ট গ্লোবাল মারকেট লঞ্চ করা হয়েছে ।
এবার কথা বলা যাক ফোনের ক্যামেরার ব্যাপারে!
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ। যার মেইন ফোকাস ৪৮ মেগাপিক্সেল এবং সাথে থাকছে দুই-মেগাপিক্সেল ডেপথ এবং ম্যাক্রো।
ফোনের ফ্রন্ট এ ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করা সম্ভব ।
এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারী নিয়ে!
ফোনের বক্সের সাথে দেওয়া হয়েছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার। থাকছে না কোন ধরনের ওয়ারলেস চারজিং সেবা ।ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ আইচের একটি ব্যাটারী ।সুতরাং অনুমান করা যাচ্ছে এখন থেকে স্মুথ কনটেন্ট এক্সপেরিয়েন্স পেতে পারেন টেকনো ব্যবহারকারীরা ।
কথা বলা যাক ফোনের সিকিউরিটি এবং অন্যান্য সেন্সর এর ব্যাপারে
ফোনটির রেয়ারে একটি ফিঙ্গার সেন্সর ।এবং একই সাথে থাকছে ফেস আনলক ফিচারস।এছাড়াও অন্যান্য সেন্সর কলার মধ্যে রয়েছে g-sensor Ambient, Light Sensor এবং Proximity Sensor!
টেকনো স্পার্ক সেভেন প্রো ফোনটি ম্যাগনেট ব্ল্যাক, আল্পস ব্লু এবং স্প্রুচ গ্রিন রঙে বাজারে কিনতে পাওয়া যাবে। পণ্যটির মূল্য ৪জিবি/৬৪জিবি ১৩,৪৯০ টাকা এবং ৬জিবি/৬৪জিবি ১৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।