আমরা অনেকেই ক্রোম ব্যবহার করে থাকি আবার কেউ কেউ ফায়ারফক্স। তবে আমরা যে ব্রাউজারই ব্যবহার করি না কেন, সেগুলোতে একটা বিশেষ সুবিধা থাকে যা হলো ইনকনিটো মোড বা প্রাইভেট মোড। এই মোড আমরা অনেকেই ব্যবহার করে থাকি আবার অনেকেই করি না। তবে ব্যাক্তিগতভাবে আমিও প্রাইভেট মোডে ব্রাউজ করি। আর আমাদের অনেকের মাঝেই এটা নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে। তবে চলুন এই প্রাইভেট মোড সম্পর্কে সেই তথ্যগুলো জেনে নেই।
সর্বপ্রথম বিষয়টা হলো হিস্টোরি ক্লিয়ারের। আমরা যখন প্রাইভেট মোড থেকে বের হই তখন আমরা অনেকেই মনে করি যে আমরা যা যা করেছি সেগুলোর কিছুই নেই। অনেকে মনে করি যে আমরা যদি অ্যাকাউন্ট এ লগ ইন করে সার্চ করি তাহলে সেগুলোও সার্চ হিস্টোরিতে থাকে না। কিন্তু আসলে এই কথাটি ভুল। আমরা যদি আমাদের রেগুলার ট্যাবে গিয়ে ব্রাউজিং করে হিস্টোরি ও ক্যাচ ফাইল ডিলিট করে দিই, তাহলে আমাদের ব্রাউজারের অবস্থা যা হবে একটি প্রাইভেট উইন্ডো ক্লোজ করলেও একই কাজ হবে। শুধু তখন বিষয়টা অটোমেশানে চলে যায়।
আরেকটি অজানা বিষয় হলো যে আপনি যখন ইনকগনিটো মোডে চলে যাবেন তখন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনার সরকার এবং আপনাকে যে নিয়োগ দিয়েছে(অফিসের ক্ষেত্রে) তারা আপনাকে ট্র্যাক করতে পারবে না কথাটা একেবারেই ভুল। আপনি যতই ইনকগনিটো মোডে থাকুন না কেন আপনাকে তারা ঠিকই ট্র্যাক করতে পারবে যে আপনি কখন কোন সাইটে গেছেন।
আরেকটা ভুল ধারণা হলো যে ইনকগনিটো মোড ভাইরাস থেকে ভাল নিরাপত্তা দেয়। আসলে ইনকগনিটো মোডে গেলে এটি শুধু থার্ড পার্টি কুকি সহ আরও বেশ কিছু জিনিস বন্ধ করে দেয় যাতে আপনি ম্যালিসিয়াস ওয়েবসাইট এ গেলে আপনাকে সতর্ক করা যায়। আর কিছু না।
আরেকটি বড় ভুল ধারণা হলো যে আপনি যে সকল ওয়েবসাইট এ প্রবেশ করবেন তারা আপনার আইপি দেখতে পাবে না। আসলে আমরা যখন কোন ওয়েবসাইট এ প্রবেশ করি তখন সেই ওয়েবসাইট সাথে সাথেই জেনে যায় যে আমাদের আইপি ঠিকানা কী?
অনেকে মনে করে থাকেন যে ইনকগনিটো মোডে থাকলে আপনার ভৌগোলিক অবস্থান জানা যাবে না। আসলে এটিও এক বুল ধারণা। আগেই বলেছি আমরা যখন কোন ওয়েবসাইট এ প্রবেশ করি তখন সেই ওয়েবসাইট আমাদের আইপি ঠিকানা জেনে যায় আর তার পাশাপাশি তারা সেটাও জেনে যায় যে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে। আর যদি তা জানা যায় তাহলে আমাদের লোকেশান জানা কোন ব্যাপারই নয়।
এই তথ্যগুলো আমার মন গড়া কথা নয়। এই তথ্যগুলো সেই ওয়েব ব্রাউজারের ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ব্রাউজারের ওয়েবসাইট এ গিয়ে দেখে নিতে পারেন। আর এই কথাগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথেই থাকবেন। কেননা এইরকম লেখা আমাদের এইখানেই পাবেন।
লিখেছেনঃ সাকীফ মুশফিক