টেসলা’র প্রধান নির্বাহীর পদে ইলন মাস্কের দরকার নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের শীর্ষ শেয়ারধারী প্রতিষ্ঠান বেইলি গিফোর্ড-এর জেমস এন্ডারসন।
প্রধান নির্বাহীর পদ ছাড়ার কথা বললেও মাস্ককে সমর্থনও করেছেন তিনি। অন্য পদে তাকে দরকার বলে মনে করেন অ্যান্ডারসন– খবর রয়টার্স-এর।
“অন্য পদে আমরা তার বিপক্ষে যাবো না। আমি মনি করি না প্রধান নির্বাহীর পদে তাকে দরকার,” বলেন বেইলি গিফোর্ড-এর ‘গ্লোবাল ইকুইটি’ বিভাগের প্রধান এন্ডারসন।
টেসলায় মাস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন এন্ডারসন। কিন্তু ‘চিফ আইডিওলগ’-এর মতো পদে দায়িত্ব নিতে পারেন টেসলা প্রতিষ্ঠাতা।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটিতে এডিনবার্গ-ভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেইলি গিফোর্ড-এর শেয়ার প্রায় আট শতাংশ।
বিষয়টি নিয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টেসলা এবং বেইলি গিফোর্ড উভয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে মন্তব্য করেনি কোনো প্রতিষ্ঠান।