চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফায় ফেরার কথা জানিয়েছে নকিয়া। ফাইভজি পণ্যের বেশ ভালো চাহিদার জেরে শক্তিশালী মুনাফা হয়েছে বলে গতকাল নিশ্চিত করেছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম প্রযুক্তি কোম্পানিটি। এতে ২০২১ সালের জন্য যে আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল, তা অপরিবর্তিত রাখছে তারা। খবর এফএমটি।
এক বিবৃতিতে নকিয়া জানায়, জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ১০ লাখ ইউরো। গত বছর একই প্রান্তিকে যেখানে লোকসান হয়েছিল ১১ কোটি ৭০ লাখ ইউরো। কোম্পানিটির মোট আয় ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০০ কোটি ইউরো, যা বিশ্লেষকদের ৪৭০ কোটি আয়ের পূর্বাভাসের চেয়ে বেশি।
নকিয়ার শীর্ষ নির্বাহী পেক্কা লুন্ডমার্ক বলেন, শক্তিশালী নিট বিক্রির মাধ্যমে নতুন বছরে আমাদের পরিচালন মুনাফা ও নগদ অর্থ প্রবাহে চাঙ্গা ভাব শুরু হয়েছে।
সুইডেনের এরিকসন ও চীনের হুয়াওয়ের সঙ্গে টেক্কা দিতে হিমশিম খাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এ ফাইভজি নেটওয়ার্ক সরবরাহকারী প্রতিষ্ঠানটি। গত বছর যুক্তরাষ্ট্রে ভেরাইজনের সঙ্গে বড় অংকের একটি ফাইভজি চুক্তি পেতে ব্যর্থ হয়েছে, যা কোম্পানিটির ২০২২ সালের আয়ে প্রভাব রাখবে।
গত মার্চে লুন্ডমার্ক জানান, ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে নকিয়া, যা কোম্পানিটির মোট শ্রমশক্তির ১১ শতাংশ।
প্রথম প্রান্তিকে চাঙ্গা পারফরম্যান্সের জেরে চলতি বছর ২ হাজার ৬০ কোটি থেকে ২ হাজার ১৮০ কোটি ইউরো আয় করতে পারে এমন পূর্বাভাস নকিয়ার। সেখান থেকে তাদের পরিচালন মুনাফা হতে পারে ৭ থেকে ১০ শতাংশ।