সাধারণ মানুষের স্বভাবতই একটি সুপ্ত স্বভাব থাকে । সেটি হলো বিশ্বের বড় বড় সেলিব্রিটি এবং ওয়ার্ল্ড লিডারদের লাইফ স্টাইল ফলো করা । তবে ইন্টারনেট ঘাটাঘাটি করে আর কতটুকুই বা জানা যায় ? বিশ্বের বড় বড় নেতাকর্মীরা যেন টিভির পর্দায় সাক্ষাৎকার দিতে নারাজ । সে কারণে লাইফ স্টাইল সম্পর্কে জানা যায় না খুব একটা । খুঁটিনাটির যাইবা জানা যায় তাও খুবই নগণ্য। এ যেমন বিশ্বনেতাদের পছন্দের ব্র্যান্ড কোনটি , তারা কোন ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করতে পছন্দ করেন , আদৌ তারা মোবাইল ফোন ব্যবহার করেন কিনা, তারা অন্য কি কি কাজে ব্যবহার করে থাকে ইত্যাদি ।
দৈনন্দিন জীবনে পছন্দের স্মার্টফোন টি ব্যবহার করার মাধ্যমে বিশ্ব নেতাদের রুচিশীলতা এবং নিজেদের পছন্দের ব্র্যান্ড প্রকাশ পায় ।
অপেক্ষার পালা শেষ ! এবার তাহলে বিশ্ব নেতাদের লাইফ স্টাইল সম্পর্কে জানা যাক ! জেনে নেওয়া যাক বিশ্বের প্রভাবশালী নেতারা কে কোন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করে থাকেন ।
বারাক ওবামা যদিও প্রাক্তন প্রেসিডেন্ট তবুও বারাক ওবামাকে এখনো সকলেই প্রেসিডেন্ট হিসেবে মনি কোঠায় স্থান দিয়েছে । প্রভাবশালী এই বিশ্ব নেতা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করে । প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বারাক ওবামা এলজি এবং স্যামসাং এই দুই ব্র্যান্ডের স্মার্টফোন সবচেয়ে বেশি ব্যবহার করেছেন । তবে সবসময় স্যামসাং কে বেশি প্রাধান্য দিতেন ।
জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০১৩ সাল পর্যন্ত নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন সবচেয়ে বেশি ব্যবহার স্মার্টফোন সবচেয়ে বেশি ব্যবহার করতেন । অতঃপর তিনি ব্ল্যাকবেরি কে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে শুরু করেন । ঠিক সেই সময় টা থেকে যখন নকিয়া তার মার্কেট হারাতে শুরু করেন । বিবিসির দেওয়া এক সাক্ষাৎকারে থেকে এসকল তথ্য উঠে এসেছে ।
বিশ্বের একজন শীর্ষ বিশ্বনেতা হিলারি ক্লিনটন প্রথমবারের মতো আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন 2016 সালে বিশ্বরাজনীতির দরবারে এসে । হিলারি ক্লিনটন স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ড ব্ল্যাকবেরির অনেক বড় একজন ফ্যান ।
অনেক তো বাইরের কিছু কথা হলো । এবার তাহলে নিজেদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গদের পছন্দনীয় স্মার্টফোন ব্র্যান্ড সম্পর্কের কথা বলা যাকঃ
শেখ হাসিনাঃ
সমগ্র বিশ্ব দরবারে দা মাদার অফ হিউম্যানিটি নামে পরিচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দনীয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং । জানা যায় এ যাবত পর্যন্ত স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের ব্যবহার করেছেন মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা ।
রাষ্ট্রপতি আব্দুল হামিদঃ
হাস্যরসিক রাষ্ট্রপতি আবদুল হামিদ কোন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করে থাকেন তার সম্পর্কে জানা যায়নি । তবে নিজের কোন এক বক্তব্যে তিনি বলেছিলেন, এখন অব্দি তিনি নোকিয়ার ফিচার ফোন ব্যবহার করে থাকেন ।
তথ্যসূত্রঃ বিবিসি,প্রথম আলো, এন ডি টিভি