করোনা মহামারীর মধ্যে চিপ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকলেও ২০২১ সালে সেমিকন্ডাক্টর বাজার ৫২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর আইএএনএস।
কনজিউমারদের ব্যবহার, কম্পিউটিং, ফাইজি প্রযুক্তির সম্প্রসারণ এবং গাড়ি উৎপাদন শিল্পে এ চিপের ব্যবহার বাড়ার ফলেই এ খাতের বৃদ্ধি হবে বলেও প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদন ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানায়, চিপ সরবরাহের যে স্বল্পতা বা সংকট সেটা ২০২১ সালজুড়েই থাকবে। গাড়ি উৎপাদন খাতে স্বল্পতার সৃষ্টি হলেও এটি পুরো সেমিকন্ডাক্টর উৎপাদন খাতেই প্রভাব বিস্তার করেছে।
এ সংকট কাটাতে সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগামী কয়েক বছরের মধ্যে এ খাতে স্থিতাবস্থা ফিরে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টতা। তবে এ খাতের সঙ্গে জড়িত অন্যান্য অংশের সংকট আরো দীর্ঘ সময় থাকবে।
প্রতিবেদনে বলা হয়, ক্লাউড প্রযুক্তির ব্যবহার এবং ডাটা সার্ভিসের যে চাহিদা তা এখনো অপরিবর্তিত রয়েছে। যে কারণে আইডিসি বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বিক্রির শক্তিশালী বৃদ্ধির আভাস দেখতে পাচ্ছে।
২০২০ সালে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব ৪৬ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০১৯ সালের তুলনায় যা ১০.৮ শতাংশ বেশি।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সেমিকন্ডাক্টর খাতের ভাইস প্রেসিডেন্ট মারিও মোরালেস বলেন, ২০১৯ সালের শেষ দিকে যে মহামারীর সংক্রমণ হয়েছে চলতি বছর তার প্রকোপ আরো বেশি। তবে সব মিলিয়ে ২০২১ সালে সেমিকন্ডাক্টর খাত আরো একটি সফল বছর পার করতে যাচ্ছে।
কম্পিউটার সিস্টেম, পিসি এবং সার্ভারের জন্য বর্তমান সময়ে সেমিকন্ডাক্টরের যে চাহিদা তা বিগত সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২০ সালে এ চাহিদা ১৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
আইডিসির ধারণা, ২০২১ সালে কম্পিউটিং সিস্টেমে রাজস্ব আয় ৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছাবে। সেই সঙ্গে মোবাইল ফোনে সেমিকন্ডাক্টরের চাহিদা রাজস্ব আয়ের পরিমাণ ২৩.৩ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাবে।
কনজিউমার সেমিকন্ডাক্টরের রিসার্চ ম্যানেজার রুডি টরিজসের মতে, মাইক্রোসফট ও সনির গেমিং কনসোল, অ্যাপলের পরিধেয় ডিভাইস এবং অ্যামাজন, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের স্মার্ট হোম নেটওয়ার্কের ব্যবহার ২০২১ সালে এ খাতে ৮.৯ শতাংশ প্রবৃদ্ধি এনে দেবে।
২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে গাড়ির বাজার স্বাভাবিকের কাছাকাছি ফিরে এলেও চিপ সংকটের কারণে ২০২১ সালের শেষ নাগাদ কিছু পণ্যের সরবরাহ বাকি থেকে যাবে।
এক পূর্বাভাসে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানায়, ২০২১ সালে গাড়ি নির্মাণ শিল্পে সেমিকন্ডাক্টরের ব্যবহার এ খাতে আরো ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি এনে দেবে।