এবার দেশের ৮৬ লাখ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে ঈদের বোনাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সময়ে প্রায় ৪ কোটি মানুষকে সরাসরি মানবিক সহায়তা করেছেন তিনি। ডিজিটাল উন্নয়নয়নের কারণে দেশে এখন ১৭কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করছে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নিজ নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মাধ্যমে তৃণমূলের কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, করোনার কারণে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ইউরোপ-আমেরিকা ও সিঙ্গাপুরের মতো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ উন্নত দেশের কাতারে যাওয়ার পথে বাধাগ্রস্ত হলেও গত ১৩ মাস ধরে শেখ হাসিনার সরকার সফল ভাবে অর্থনীতির চাকাকে সচল রাখতে পেরেছেন। সাংগঠনিক শক্তির কারণেই সরকার এই সফলতা পেয়েছে।
পলক আরো বলেন, মুখ ও মুখোশের বিশাল ফারাকের কারণে গত ১২ বছরে কোনো আন্দোলন সফল করতে পারেনি। তাই বলে আত্মতৃপ্তিতে ভুগে হাল ছাড়া যাবে না। সহায়তার ক্ষেত্রে ভুল-ত্রুটি দূর করতে সিংড়ার ১২টি ইউনিয়নে গণশুনানি করা হচ্ছে।
সিংড়া আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমানের সভাপতিত্বে ওই অঞ্চলের ১২ ইউনিয়ন ও ১০৮টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণা সম্পাদকরা উপস্থিত ছিলেন।