তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। করোনাকালিন সময়ে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন মানুষের পাশে ছিলেন। করোনা, বন্যার সময় সকল দুর্যোগ জনগনকে নিয়েই আমরা মোকাবিলা করেছি।
গ্রামকে শহরে পরিনত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে। রাস্তা- ঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেটসহ সকল সুবিধা এখন গ্রামে বিদ্যমান।
প্রতিমন্ত্রী আজ নাটোরের সিংড়া উপজেলা বাসষ্ট্যান্ডে ৩১টি শ্রমিক সংগঠনের ১২ শ জন শ্রমিকের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জনাব পলক বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জীবন ও জীবিকা উভয়কে রক্ষা করেই আমাদের দেশ করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করছে। অথচ আমেরিকা, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলো করোনা সংক্রমণ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, সরকার দেশের ৮৬ হাজার পরিবারের মাঝে ২৫০০ টাকা করে মানবিক সহায়তা পৌছে দিয়েছে। করোনার সময় সিংড়া পৌরসভা এলাকার জনগনের পাশে ছিলো, পৌর মেয়র ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করছি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন শ্রমিকদের মালিকে পরিনত করেছি। শ্রমিকদের প্রশিক্ষিত ও স্বাবলম্বী করতে নিরন্তর কাজ করছি।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি, কাউন্সিলর জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম স্বপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ৩১ টি সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ।
এরআগে আইসিটি প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁর স্বেচ্ছাধীন তহবিলের সাড়ে ৫ লাখ টাকার চেক ১৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং ৫৮টি অসহায় পরিবারের হাতে তুলে দেন।
এসময় পলক বলেন বর্তমান সরকার বিগত ১৩ মাসের মতো ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে। তিনি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে স্বাস্থ্য সুরক্ষা বিধি যথাযথভাবে অনুসরণের জন্যেও উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান ।