ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ কিনা এ প্রশ্ন সকলের থেকে থাকে । বিশেষ করে যারা ইতিপূর্বে ফরেক্স ট্রেডিংয়ের নাম শুনেছে , এবং এটাও জানে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে প্রচুর পরিমানে আয় করা সম্ভব ।
এ বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল , বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহা ব্যবস্থাপক আসাদুল্লাহ জানিয়েছেন, ফরেক্স ট্রেডিং বাংলাদেশের সম্পূর্ণ বৈধ । তবে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। যদি এই সকল বিধিনিষেধ মেনে , ফরেক্স ট্রেডিং ইনভেস্ট করা যায় তাহলে সেই ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং কখনোই অবৈধ হতে পারে না ।
কি সেই বিধি-নিষেধ চলুন জেনে নেওয়া যাকঃ
প্রথমত ,
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কখনো বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা যাবে না ।
দ্বিতীয়তঃ ,
যদি কোন ব্যক্তি ফরেক্স ট্রেডিংয়ের নাম করে ভুয়া প্রশিক্ষণের বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে । সাধারনত , যারা ফরেক্স ট্রেডিংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা, প্রশিক্ষণ অর্থাৎ কোর্স শুরুর পূর্বে একটি মোটা অংকের টাকা নিয়ে থাকেন । কেননা আইকিউ ট্রেডিং খুবই জটিল একটি বিষয় , তবে এটি অনেক প্রফিটেবল । যে কারণে সকল এর চাহিদাও বেশি থাকে , এবং কোডগুলোর দাম হয় অনেক ছড়া ।
তৃতীয়তঃ ,
ফরেক্স ট্রেডিংয়ে ডিপোজিট করার সময় সেই সকল মাধ্যম ব্যবহার করা যাবে না যা বাংলাদেশে অননুমোদিত । যেমন পেপাল , স্ক্রীল, নেটেলার ইত্যাদি । যদি কেউ এই ধরনের প্লাটফর্ম গুলো ব্যবহার করে ফরেক্স ট্রেডিং সাইটে ডিপোজিট করে তাহলে সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে । আপনি চাইলে মাস্টার কার্ড অথবা ব্যাংক ডিপোজিট দ্বারা সরাসরি ফরেক্স ট্রেডিং সাইটে ইনভেস্ট করতে পারেন । সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমান সময়ে , বাংলাদেশের ফরেক্স ট্রেডিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে কিছু কিছু ফরেক্স ট্রেডিং সাইট ডিপোজিট সিস্টেম কে আরো সহজতর করার জন্য মোবাইল ব্যাংকিং বিকাশ , নগদ , রকেট ইত্যাদিও যুক্ত করেছে ।
চতুর্থত ,
আপনি কেবল মাত্র সেই সকল প্লাটফর্মে ফরেক্স ট্রেডিং করতে পারবেন যেগুলো বাংলাদেশে বৈধ এবং অনুমোদিত । কিছু কিছু ফরেক্স ট্রেডিং রয়েছে যেগুলো বাংলাদেশে অননুমোদিত । এগুলো কেবলমাত্র বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য । এখন হয়তো আপনি ভাবছেন , এই সকল প্লাটফর্মে যদি Proxy-server কিনে এক্সেস করেন তাহলে সেক্ষেত্রে খুব সহজেই এই সকল ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম ইনভেস্ট করতে পারবেন । তবে আপনার ধারণা সম্পূর্ণ ভুল ! কেননা কোন মতে যদি সে সকল প্ল্যাটফর্মের অথরিটি বুঝতে পারে আপনি বাংলাদেশ থেকে প্রক্সি servers’ নিয়ে প্রবেশ করেছেন তাহলে সে ক্ষেত্রে নগদে আপনার একাউন্টে ব্যান করে দেওয়া হবে । ফলে আপনার টাকা গুলো গচ্ছা যাবে। একই সাথে যে সকল ওয়েবসাইটে ইনভেস্ট করার অনুমতি , ওয়েবসাইটের অথরিটি দেয় না সেগুলো মূলত বাংলাদেশ সমর্থন করবে না , তেমনটাই স্বাভাবিক । সুতরাং আপনি যদি সেই সকল প্লাটফর্মে proxy-server কিনে প্রবেশ করার চিন্তা করেন তাহলে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন !