এক ওয়েবসাইটই দেশের সকল নীতিমালা পেতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ পরীক্ষামূলকভাবে policy.gov.bd শীর্ষক ওয়েবসাইট চালু করেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইটটিতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার সকল নীতিমালা একসঙ্গে পাওয়া যাবে। বিজিডি ই-গভ সার্টের দেশীয় ডেভেলপারদের মাধ্যমে কোন প্রকার খরচ ছাড়াই সাইটটি তৈরি করা হয়েছে এবং ন্যাশনাল ডাটা সেন্টারে এটি হোস্ট করা আছে।
আগামী মাসে ওয়েবসাইটটি উদ্বোধন করার কথা থাকলেও ইতোমধ্যে সাইট এর শতভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং এর বেটা ভার্সনটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।