জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’র দিন শেষ। এই ব্রাউজারকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। ২০২২-এর জুনেই শেষবারের মতো ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এমনটাই জানিয়েছে মাইক্রোসফট।
১৯৯৫ সালে মাইক্রোসফ্ট নিয়ে আসে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ ব্রাউজার। দীর্ঘ ২৫ বছর ধরে গ্রাহকদের মন জয় করেছে এই ব্রাউজার। কিন্তু পরের দিকে কালের গতিতে ক্রমেই পিছিয়ে পড়ছিল ব্রাউজারটি। গ্রাহকের সংখ্যাও কমতে শুরু করে। গুগল ক্রোম-এর সঙ্গে পাল্লায় অনেকটাই পিছিয়ে পড়ে। এক্সপ্লোরার-এর জনপ্রিয়তা কমতে থাকায় মাইক্রোসফট ২০১৫-য় নিয়ে আসে এজ ব্রাউজার’। ফলে আরও ‘ব্রাত্য’ হয়ে যায় এক্সপ্লোরার। এবার একেবারেই তাকে বিদায় জানাতে চলেছে মাইক্রোসফট।