বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে বাংলাদেশ তথ্য প্রযুক্তির হর্তাকর্তা রাষ্ট্রগুলোর সাথে ফ্রক জাম্পিং করে এগিয়ে চলেছে। ফ্রগ জাম্পিং সম্পর্কে আমাদের মোটামুটি কমবেশি ধারনা রয়েছে। এর অর্থ হলো বেশি পুজি এবং বেশি লোক বল ব্যয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া।
বাংলাদেশের এপ ডেভলপাররা অন্য দেশে ডেভলপারদের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই৷
সেই সম্পর্কে আমরা সবাই জানি৷ এর জলজ্যান্ত উদাহরণ বর্তমান সময়কার বাংলাদেশের সেরা কতগুলো অ্যাপ্লিকেশন । আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো যা বাংলাদেশি ডেভলপারদের দ্বারা নির্মিত সবচেয়ে সেরা অ্যাপ্লিকেশন।
১.ডিজিটাল মানুষ
আমাদের তালিকা প্রথমে যে এপ্লিকেশন রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল মানুষ। ডিজিটাল মানুষ মূলত একটি সার্ভিসিং অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি চাকরি খুঁজতে পারবেন। টিউশনি খুঁজতে পারবেন। আপনার যদি টেক বিষয়ে অভিজ্ঞ হন তাহলে এখানে কাজ করতে পারবেন। তার পাশাপাশি আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ নষ্ট হয় তাহলে সার্ভিসিং করিয়ে নেওয়ার জন্য লোক খুঁজে পাবেন। কোন স্টুডেন্ট এর যদি টিউটর প্রয়োজন হয় তাহলে এখান থেকে খুঁজে নিতে পারবেন।
এছাড়াও আপনি তো টিউটর হিসেবে জয়েন করতে পারছেন। তার পাশাপাশি আপনার এলাকায় ছোটখাটো কোনো চাকরি থাকলে তার খোঁজ খবর পেয়ে যাবেন। এটি অনেকটা কর্ম অ্যাপ্লিকেশন এর মত কাজ করে৷ তবে ” কর্মের ” এর চেয়ে অনেক ডেভলপ এবং এর গুগল প্লে স্টোরের রেটিং বেশ ভালো।
২.টিউব ম্যাপ
আমাদের পরবর্তী তে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে টিউব ম্যাপ। টিউব ম্যাপ টেকটিউনের তৈরি একটি অ্যাপ্লিকেশন৷ এটি ব্যবহার করে আপনি বাংলাদেশের নির্দিষ্ট জেলার মানুষ ইউটিউব এর কোন ভিডিওটির প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে অর্থাৎ কোন ভিডিওটি প্রতি তারা বেশি আকৃষ্ট সেই সম্পর্কে জানতে পারবেন। এটি অনেকটা সার্ভের কাজ করে থাকে । আপনি চাইলে একটি নির্দিষ্ট এলাকার মানুষের ভিডিওর চাহিদা বা কোন বিষয় সম্পর্কে তাদের আগ্রহ বেশি সেটি জানতে পারবেন। এবং আপনি ইচ্ছে করলে সেই এলাকার মানুষের চাহিদা পূরণের জন্য সেই বিষয়ের উপর ভিত্তি করে কনটেন্ট নির্মাণ করতে পারবেন । তো বুঝতেই পারছেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি কত ভাবে লাভবান হতে পারবেন!
৩.ভাড়া কত?
আমাদের তালিকায় পরবর্তীতে যে এপ্লিকেশন রয়েছে সেটি হচ্ছে “ভাড়া কত”। ” ভাড়া কত” একটি চমকপ্রদ অ্যাপ্লিকেশন । এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি ঢাকা শহরের প্রতিটি অঞ্চলের প্রত্যেকটি যানবাহনের বর্তমান ভাড়া কত চলছে সেটি সম্পর্কে জানতে পারবেন।
অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে আপনি যদি আপনার গন্তব্য স্থলে লোকেশন টা সেট করে দিতে পারেন এবং আপনি কোন যানবাহন চলাচল করতে চান সেই যানবাহনটি যদি নির্বাচন করেন তাহলে এটা আপনাকে বলে দেবে যে বর্তমানে ঢাকা শহরে ভাড়া কত চলছে৷ শুধু ঢাকা শহর নয় দেশের অন্যান্য যেসকল শহর গুলো রয়েছে সেগুলো তেও এটি কার্যকর হবে৷ তবে অ্যাপ্লিকেশনের ভাড়ার যে আদর্শ মানটি রয়েছে সেটি মূলত ঢাকার৷
৪.কোরআন মাজিদ”
এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি পবিত্র কোরআন আরও সহজ এবং সাবলীল ভাবে তেলাওয়াত করতে পারবেন । তার পাশাপাশি কোরআনের নির্দিষ্ট আয়াত কপি করে সেটি ফেসবুকে পোস্ট করতে পারবেন । লেখার পাশাপাশি এখানে ভয়েস আকারেও কোরানের আয়াতগুলো সংরক্ষিত থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন৷
পরিশেষে এটুকুই বলব যে আমরা যারা বাংলাদেশি তারা আসলে বাংলাদেশের এপ ডেভেলপারদের দ্বারা তৈরি এপ্লিকেশনগুলোকে সাপোর্ট করিনা । মনে করি দেশের বাইরে যে সকল এ্যাপলিকেশন গুলো নির্মাণ করা হয় সেই সকল অ্যাপ্লিকেশনগুলি হয়তোবা বিশ্বমানের অ্যাপ্লিকেশন। এবং আমাদের বাংলাদেশের অ্যাপ্লিকেশন তো দেশের বাজারে চলো না। তবে আপনার ধারনাটি সম্পুর্ন ভুল । বরং আমাদের বাংলাদেশের অ্যাপ্লিকেশনগুলো বিশ্বমানের । কিন্তু কেবলমাত্র প্রচার প্রচারণার অভাবে সেগুলো পেছনে পড়ে থাকে৷