নিষিদ্ধ কন্টেন্ট না সরানোয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামকে জরিমানার নির্দেশ দিয়েছে রাশিয়া সরকার। রাজনৈতিক মতবিরোধের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধিতে এ জরিমানা অন্যতম পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর এপি।
মস্কোর একটি আদালত ফেসবুককে ২ লাখ ৩৬ হাজার ডলার এবং টেলিগ্রামকে ১ লাখ ৩৯ হাজার ডলার জরিমানা করেছে। তবে কোন ধরনের কন্টেন্ট না সরানোয় এ দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে সে ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জরিমানার সম্মুখীন হলো এ দুই প্রতিষ্ঠান। রাশিয়া সরকারের নীতি ভঙ্গ করে এমন কিছু কন্টেন্ট না সরানোয় গত ২৫ মে ফেসবুককে ৩ লাখ ৬২ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। এর এক মাস আগে টেলিগ্রামকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।