চিপ স্বল্পতার কারণে মিড-রেঞ্জের একটি ফোন নির্মাণ স্থগিত করেছে স্যামসাং। গতকাল দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ব্লুমবার্গ।
নাম প্রকাশে অনিচ্ছুিক সূত্রের বরাতে ইলেকট্রনিকস টাইমস জানায়, কোয়ালকমের প্রসেসর স্বল্পতায় গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন নির্মাণ স্থগিত করা হয়েছে।
আগামী আগস্টে এস২১-এর সাশ্রয়ী একটি ভার্সন বাজারে আনার পরিকল্পনা ছিল স্যামসাংয়ের। কিন্তু বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর খাতের সাপ্লাই চেইনে যে সংকট চলছে তাতে মিড-রেঞ্জের ফোনটি নির্মাণ দুরূহ হয়ে পড়েছে।
ইলেকট্রনিকস টাইমস বলছে, চলমান সংকট অব্যাহত থাকলে এ২১ এফই মডেলের ফোনটি বাজারে আনা স্থগিত করতে পারে স্যামসাং। এ বিষয়ে স্যামসাং মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো জবাব পাওয়া যায়নি।