উন্নত প্রসেসরের নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে ওয়্যারেবল ডিভাইসের অন্যতম প্রতিষ্ঠান মবভই। টিকওয়াচ ইথ্রি নামে বাজারে এটি পাওয়া যাবে।
টিকওয়াচ ইথ্রিতে ১ দশমিক ৩ ইঞ্চির ৩৬০দ্ধ৩৬০ পিক্সেলের এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমের ফোনের সঙ্গেই এ স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে। এ স্মার্টওয়াচে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এতে গুগলের ওয়্যার অপারেটিং সিস্টেম (ওএস) দেয়া হয়েছে।
টিকওয়াচ এথ্রিতে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করা হয়েছে। এতে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন লেভেল সেন্সর রয়েছে। আইপি৬৮ রেটিং থাকায় এই স্মার্টওয়াচ বালু ও পানি নিরোধক।
টিকওয়াচ ইথ্রিতে ২০টির বেশি প্রফেশনাল ওয়ার্কআউট মুড রয়েছে। এর মধ্যে মাউন্টেন ক্লাইম্বিং, সুইমিং, আইস স্কেটিং, ইনডোর সাইক্লিং, পিলেটস এবং হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং মুড উল্লেখযোগ্য।
এ স্মার্টওয়াচে কল এবং মেসেজের জন্য নোটিফিকেশন সুবিধার পাশাপাশি বিল্ট ইন মাইক্রোফোনও রয়েছে। এটি টিকজেন স্ট্রেস মনিটরিং অ্যাপের সঙ্গে ব্যবহারকারীর অঙ্গপ্রত্যঙ্গের অবস্থার ব্যাপারে তথ্য সংগ্রহ করবে। এছাড়াও এ অ্যাপে টিকব্রেথ নামে একটি ফিচার রয়েছে। এ ফিচারের মাধ্যমে স্ট্রেস দূর করার জন্য শ্বাস গ্রহণের কিছু পদ্ধতি চর্চা করা যায়।
টিকওয়াচ ইথ্রিতে ৩৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ব্যাটারি সেভিং মুডও রয়েছে। বাজারে ব্ল্যাক প্যান্থার রঙে এ স্মার্টওয়াচ পাওয়া যাবে। এর বাজারমূল্য ২৪ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে।