২০২২ সালে বিশ্বে যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হবে, তার ৪৫ শতাংশে ওলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। সাম্প্রতিক এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।
ট্রেন্ডফোর্সের প্রতিবেদন অনুযায়ী, এ বৃদ্ধির পরিমাণ স্মার্টফোনের বাজারে অর্গানিক লাইট এমিটিং ডায়োড ডিসপ্লের চাহিদা ও জনপ্রিয়তা বৃদ্ধিকেই নির্দেশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ৩৯ দশমিক ৮ শতাংশ স্মার্টফোনে ওলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ২০২২ সালে ৪৫ শতাংশ স্মার্টফোনে এ ডিসপ্লে ব্যবহার করা হবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গবেষণা বিশ্লেষণভিত্তিক এ প্রতিষ্ঠান আরো জানায়, অ্যাপল, স্যামসাংয়ের মতো স্মার্টফোন নির্মাতা বড় বড় প্রতিষ্ঠান বর্তমানে অ্যামোলেড ও ওলেড ডিসপ্লে প্যানেল বেশি ব্যবহার করছে। যে কারণে বাজারে ওলেড ডিসপ্লে প্যানেল ব্যবহারকারী ডিভাইসের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
তবে ওলেড প্যানেলকে সাপোর্ট দেয়ার জন্য যে ডিসপ্লে ড্রাইভার আইসির প্রয়োজন তার সরবরাহ চাহিদার তুলনায় নগণ্য। প্রতিবেদনে আরো বলা হয়, এ চিপসেটগুলো অন্যান্য চিপের তুলনায় আকারে অনেকটাই বড়। এ কারণে একসঙ্গে অনেক চিপ উৎপাদন করা সম্ভব হয় না।
অধিকাংশ ডিসপ্লে ড্রাইভার আইসি নির্মাণের জন্য ৪০ থেকে ২৮ ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়। বর্তমানে শুধু তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি), স্যামসাং ইলেকট্রনিকস, ইউএমসি ও গ্লোবালফাউন্ড্রিজের মতো প্রতিষ্ঠান ওলেড ডিসপ্লে প্যানেলের জন্য ড্রাইভার আইসি উৎপাদন করতে পারছে।