চলতি সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি ২০২১) অনুষ্ঠানে বেশকিছু নতুন ফাইভজি প্রযুক্তি ও পণ্য উন্মোচন করেছে হুয়াওয়ে। এগুলো ওয়ান প্লাস এন ফাইভজি প্রযুক্তিকে আরো শক্তিশালী ও কার্যকর করে তোলার ক্ষেত্রে সাহায্য করবে।
এ খাতের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এ পাঁচটি ডিভাইসে মাল্টি অ্যান্টেনা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে সব ব্যান্ড ও সব ক্ষেত্রেই ফাইভজি নেটওয়ার্ক কাজ করবে। পাশাপাশি ফাইভজি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করবে এবং ক্যারিয়ার কোম্পানিগুলোকেও ফাইভজি নেটওয়ার্ক আরো সহজে ছড়িয়ে দিতে সাহায্য করবে। এগুলো অনেক সহজে পরিবহনযোগ্য এবং তা অল্পসংখ্যক জনবলেই স্থাপন সম্ভব।
হুয়াওয়ে ওয়্যারলেস প্রডাক্ট লাইন প্রেসিডেন্ট ইয়াং চাওবিন বলেন, এ প্রযুক্তি-পণ্যগুলো উন্মোচনের মাধ্যমে আমরা সব ক্ষেত্র এবং ব্যান্ডে মাল্টি অ্যান্টেনা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি। এ প্রযুক্তি ব্যবহারে হুয়াওয়েই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ প্রযুক্তির মাধ্যমে অপারেটরগুলো আরো কার্যকরভাবে ফাইভজি সেবা প্রদান করতে সক্ষম হবে। হুয়াওয়ে সারা বিশ্বে এ প্রযুক্তি ও ফাইভজি সেবা ছড়িয়ে দিতে সব সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করে যাবে।
নতুন উন্মোচিত প্রডাক্টগুলো হচ্ছে ৪০০ মেগাহার্টজের আল্ট্রা-ওয়াইডব্যান্ড, ৬৪টি৬৪আর ম্যাসিভ এমআইএমও, লাইট ওয়েইট (১৯ কেজি) ৬৪টি৬৪আর ম্যাসিভ এমআইএমও, ব্লেডএএইউ প্রো: ৬৪টি এ প্লাস পি সলিউশন, আল্ট্রা-ওয়াইডব্যান্ড ব্লেড আরআরইউ প্রো, কমার্শিয়াল এফডিডি ম্যাসিভ এমআইএমও।