প্রযুক্তি বাজারে আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এসেছে । এই নতুন ল্যাপটপ টির নাম হল আসুস জেনবুক ১৪ ইউএক্স৪২৫ইএ । এই ল্যাপটপে থাকছে ৮ জিবি র্যাম এর পাশাপাশি থাকছে ৬৭ ডব্লিউ এইস ব্যাটারি।
চলুন জেনে নেয়া যাক এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:
এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছের উইন্ডোজ টেন ।এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর আই ৫ -১১৩৫ জি ৭ প্রসেসর । এবং এতে গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স । এতে থাকছে ১৪ ইঞ্চির একটি এলইডি ব্যাকলাইট ডিসপ্লে যার রেজুলেশন হলো ১৯২০*১০৮০ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে ৪ সেলের সাথে থাকছে ৬৭ ডব্লিউ এইস ব্যাটারি । এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছে পিন গ্রে কালার। এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড । এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে সি মোস আই আর এইচডি ওয়েবক্যাম এবং সাথে থাকছে উইন্ডোজ হ্যালো সাপোর্ট । এখানে থাকছে ৬৫ ওয়াটের এসি পাওয়ার এডাপ্টার । ল্যাপটপের বডি ডাইমেনশন হল ৩১.৯০*২০.৮০*১.৩৯ সেন্টিমিটার। এ ল্যাপটপটির ওজন হল ১.১৩ কেজি।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে:
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৯৭০০০ টাকা।