স্পেশাল বিল্ড কোয়ালিটির কোবাল্ট ওয়াচের লিমিটেড অ্যাডিশন নিয়ে এল চীনের কনজিউমার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। গত মে মাসে চীনের বাজারে উন্মোচিত এ ঘড়ি গত সপ্তাহ থেকে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।
এ স্মার্টওয়াচের মাঝের ফ্রেমটি কোবাল্ট নির্মিত। সাধারণ স্টেইনলেস স্টিল বডির তুলনায় কোবাল্টের কাঠামো স্মার্টওয়াচটি দীর্ঘদিন ব্যবহারের সুবিধা দেবে।
ওয়ানপ্লাস ওয়াচ কোবাল্ট লিমিটেড অ্যাডিশনে ১ দশমিক ৩৯ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৪৫৪ ✕ ৪৫৪ পিক্সেল। এতে আধুনিক স্যাফায়ার গ্লাস দেয়া হয়েছে। পাশাপাশি অধিক উজ্জ্বলতা ও অ্যাকসেসিভ স্ক্র্যাচ রেজিস্ট্যান্সের জন্য মোহসের ৯ রেটিং রয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
ঘড়িটির বডি বিশেষ হাইপোঅ্যালার্জিক উপাদান কোবাল্ট দ্বারা নির্মিত। এটি প্রচলিত স্টেইনলেস স্টিল বডির তুলনায় দৃঢ় ও ক্ষয় প্রতিরোধক। অন্যান্য ওয়ানপ্লাস ওয়াচের মতো কোবাল্ট লিমিটেড অ্যাডিশনেও অধিক সংযোগ সুবিধা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কল রিসিভের পাশাপাশি বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশনও দেখতে পারবেন।
ব্যবহারকারীরা চাইলে তাদের স্মার্টওয়াচ থেকে ওয়ানপ্লাস ফোনের সেটিংসও পরিবর্তন করতে পারবেন। এ স্মার্টওয়াচের মাধ্যমে ওয়ানপ্লাস টিভিও নিয়ন্ত্রণ করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, যদি কোনো ব্যবহারকারী টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যান, তাহলে ৩০ মিনিট পর স্মার্টওয়াচটি টিভি বন্ধ করতে পারবে।
ওয়ানপ্লাস ওয়াচ কোবাল্ট লিমিটেড অ্যাডিশনে ১১০টি ওয়ার্কআউট মুড রয়েছে। এতে এসপিওটু মনিটরিং, স্ট্রেস ডিটেকশন, ব্রিদিং, র্যাপিড হার্ট রেট অ্যালার্টস ও দীর্ঘক্ষণ বসে থাকার অ্যালার্ম ফিচার রয়েছে। এ স্মার্টওয়াচে ব্লুটুথ ও জিপিএস সংযোগ রয়েছে। এছাড়া আইপি৬৮ রেটিং থাকায় এটিতে পানি ও বালি প্রবেশ করবে না।