বাজারে থাকা নিনতেন্দো সুইচের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন হ্যান্ডহেল্ড গেমিং পিসি কনসোল নিয়ে এসেছে মার্কিন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভে। স্টিম ডেক হ্যান্ডহেল্ড গেমিং পিসি নামে এটি বাজারজাত করা হবে।
স্টিম ডেকের অপারেটিং সিস্টেম হিসেবে আর্ক লিনাক্স ভিত্তিক স্টিমওএস ভার্সন ৩ দেয়া হয়েছে। হ্যান্ডহেল্ডে আরো ভালো অভিজ্ঞতার জন্য এ অপারেটিং সিস্টেমকে আরো অপটিমাইজ করা হয়েছে।
স্টিম ডেকে ৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ১২৮০ী৮০০ পিক্সেল। এর আসপেক্ট রেশিও ১৬:১০, রিফ্রেশ রেট ৬০ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতার পরিমাণ ৪০০ নিটস। এটিতে টাচ সুবিধার পাশাপাশি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও রয়েছে।
প্রসেসর হিসেবে এতে জেন ২ ভিত্তিক ৪ কোর ৮ থ্রেড ভিত্তিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) এএমডি এপিইউ রয়েছে। এর ক্লকস্পিড ২ দশমিক ৪ গিগাহার্টজ থেকে ৩ দশমিক ৫ গিগাহার্টজ পর্যন্ত বৃদ্ধি পাবে। জিপিইউ হিসেবে ৮ আরডিএনএ ২ কম্পিউট ইউনিটস (সিইউস) রয়েছে।
স্টিম ডেক হ্যান্ডহেল্ড পিসির তিনটি ভার্সনের সঙ্গেই বহনযোগ্য কেস প্রদান করা হয়। তবে ২৫৬ জিবি ভার্সনের সঙ্গে স্টিম কমিউনিটি প্রোফাইল বান্ডেল ও ৫১২ জিবির সঙ্গে অ্যান্টি গ্লেয়ার এচড গ্লাস, একটি ভালোমানের বহনকারী কেস, স্টিম কমিউনিটি প্রোফাইল বান্ডেল ও একটি ভার্চুয়াল কিবোর্ড থিম প্রদান করা হবে। প্রাইমারি হিসেবে ৬৪ জিবির ভার্সন পাওয়া যাবে। তিনটি মডেলেই মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে। এসডি, এসডিএক্সসি ও এসডিএইচসি ফরম্যাটের কার্ড ডিভাইসে ব্যবহার করা যাবে।
কানেক্টিভিটির দিক থেকে এতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের স্টেরিও হেডফোন কম্বো জ্যাক ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এতে ৪০ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। যার মাধ্যমে ২ থেকে ৮ ঘণ্টা গেম খেলা যাবে। টাইপ সি পোর্টটি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সংবলিত।
ডিভাইসটির ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে, ২৫৬ জিবির দাম ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে ও ৫১২ জিবির দাম ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে।