ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী এক কোম্পানির কারিগরি বিভ্রাটের কারণে বিশ্বের বেশ কয়েকটি এয়ারলাইন্স, ব্যাংক, সংবাদমাধ্যম এবং টেক কোম্পানির ওয়েবসাইট বৃহস্পতিবার সাময়িক জটিলতায় পড়ে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টার আগে আগে ওই সমস্যার শুরু হয়। ফলে প্রায় আধা ঘণ্টা এয়ারবিএনবি, ডেল্টা এয়ারলাইন্স, কস্টকো হোলসেল করপোরেশন, হোম ডিপো, আমেরিকান এক্সপ্রেসের ওয়েবসাইটে ঢোকা যায়নি বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।
জনপ্রিয় দুই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এবং ক্রিকবাজের ওয়েবসাইটেও এ সময় ঢোকা যাচ্ছিল না।
রয়টার্সের খবরে বলা হয়, জটিলতায় পড়া ওয়েবসাইটগুলোতে এসময় ‘ডিএনএস সার্ভিস এরর’ নোটিস দেখানো হচ্ছিল।
পরে ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী কোম্পানি আকামারি টেকনোলজিস এক বার্তায় জানায়, সাময়িক বিভ্রাটের কারণে তাদের ‘এজ ডিএনএস’ সেবা আংশিক বন্ধ হয়ে গিয়েছিল ওই সময়।
আমরা সমস্যার সমাধান করেছি এবং এখন আমাদের সব সেবা স্বাভাবিকভাবেই চলছে।”
টেক কোম্পানি ওরাকল করপোরেশন জানায়, আকামারি টেকনোলজিসের ডিএনএস বিভ্রাটে তাদেরও সাময়িক সমস্যায় পড়তে হয়েছে।
ডিএনএস বা ডেমেইন নেইম সিস্টেম হল এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে একটি ওয়েবসাইটের ডোমেইন নামকে যন্ত্রের পাঠযোগ্য আইপি অ্যড্রসে পরিণত করা হয়। সেই আইপি অ্যড্রস ধরেই নির্দিষ্ট সার্ভারে যুক্ত করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পাঠককে দেখানো হয়।
রয়টার্স লিখেছে, এ নিয়ে গত দুই মাসে তৃতীয়বারের মত একই ধরনের জটিলতায় দেখা গেল ইন্টারনেটে।
ক্লাউড সেবার কোম্পানি ফাস্টলি গত জুনে বিপর্যয়ে পড়লে তাদের সেবাগ্রহিতা ওয়েবসাইটগুলো সাময়িকভাবে অফলাইনে চলে যায়, যার মধ্যে বিবিসি, গার্ডিয়ান, ফিনান্সিশয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট, নিউ ইয়র্ক টাইমসের মত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ছাড়াও যুক্তরাজ্যের সরকারি ওয়েব পোর্টালও ছিল।