নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বর্তমানে অনেকেরই আগ্রহের শীর্ষে আছে মাইক্রোটিক। নেটওয়ার্কিং পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হলো মাইক্রোটিক। এই মাইক্রোটিকের তৈরিকৃত রাউটার আজকাল বেশিরভাগ প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। যার ফলে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে নেটওয়ার্কিং-এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদের মাইক্রোটিক রাউটার কিভাবে কনফিগার করতে হয় তা জানাটা অত্যাবশকীয় ।
আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এমটিসিএনএ (মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট) ট্রেনিং এবং আগামী ৬ থেকে ৭ আগষ্ট পর্যন্ত এমটিসিআরই (মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং) ট্রেনিং অনুষ্ঠিত হবে।
ট্রেইনার হিসেবে থাকছেন মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস সরকার। তিনি ব্যাংককে অনুষ্ঠিত ‘ট্রেইন দ্য ট্রেইনার’ শীর্ষক প্রোগ্রামে এমটিসিএনএ এবং এমটিসিআরই নামক দুটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ট্রেইনার সার্টিফিকেট অর্জন করেন। ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন তিনি।
এই প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে- ০১৭১৭৯৫৫৩৭২।