বিলাসী ক্রেতাদের জন্য রাশিয়ার কোম্পানি ক্যাভিয়ার এনেছে স্বর্ণ ও হীরা দিয়ে নকশা করা আইফোন। শৌখিন নারী ক্রেতাদের কথা ভেবে ফোনটি বাজারে ছাড়া হয়েছে।
প্রিমা কালেকশন নাম দিয়ে তারা আইফোন ১০এস ও আইফোন ১০এস ম্যাক্সের নতুন তিনটি নকশার আইফোন বাজারে এনেছে। ফোনের পেছনের ডিজাইনগুলো করা হয়েছে ব্যালে নাচের সোয়ান লেক, স্লিপিং বিউটি ও লাবিয়াদার মুদ্রার অনূকরণে। প্রতিটি নকশায় ব্যবহার করা হয়েছে ২০টিরও বেশি হীরার টুকরা।
হাতে তৈরি করায় একটি ফোন তৈরিতে সময় লেগেছে ১২ দিন। আইফোন ১০এস/ আইফোন ১০এস ম্যাক্স আরোরা ফোনের দাম ধরা হয়েছে ৬ হাজার ৩৮০ ডলার (৫ লাখ ২৯ হাজার টাকা)। আইফোন ১০এস/ আইফোন ১০এস ম্যাক্স আদিয়াত সংস্করণের দাম ধরা হয়েছে ৬ হাজার ৪৯০ ডলার (৫ লাখ ৩৮ হাজার টাকা)।
বাহারি রঙের আইফোন ১০এস/ আইফোন ১০এস ম্যাক্স সংস্করণ নিকিয়ার দাম ধরা হয়েছে ৬৭৬০ ডলার (৫ লাখ ৬১ হাজার টাকা)। ফোনগুলো কিনতে ভিজিট করতে হবে ক্যাভিয়ারের ওয়েবসাইটে। তবে রাশিয়া থেকে তা বাংলাদেশে আনার উপায় আছে কি না জানা যায়নি।