চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফের প্রবৃদ্ধি দেখল ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বাজার। তবে এক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ক্রোমবুক। বাজারজাতের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে ক্রোমবুক। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে ক্রোমবুক বিক্রি হয়েছে ১ কোটি ১৯ লাখ ইউনিট।
ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, ক্রোমবুক বিক্রিতে শীর্ষে রয়েছে এইচপি। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৪৩ লাখ ইউনিট ক্রোমবুক বিক্রি করেছে। তাদের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১১৫ দশমিক ৭ শতাংশ। ২৬ লাখ ক্রোমবুক বিক্রির মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে লেনোভো। এছাড়া ১৮ লাখ ইউনিট ক্রোমবুক বিক্রির মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাসার।
ক্যানালিসের রিসার্চ অ্যানালিস্ট ব্রায়ান লিঞ্চ বলেন, ক্রোমবুকের এ সাফল্য স্থিতিশীল বলেই মনে হচ্ছে। করোনা মহামারী ছাড়াও এ শিল্প খাতে সব শ্রেণীর ব্যবহারকারীর কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। শিক্ষা খাতে তুলনামূলকভাবে নিরাপদ জায়গা দখলে রেখেছে ক্রোম। এদিক থেকে গুগল চলতি বছর বাণিজ্যিক অংশে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে।
ট্যাবলেট খাতে ১ কোটি ৪২ লাখ আইপ্যাড বাজারজাতের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। বাজারমূল্যের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে স্যামসাং। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ট্যাবলেট বিক্রি হয়েছে ৮০ লাখ ইউনিট, যা বছরওয়ারি ১৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।