সব ক্রেডিট ও ডেবিট কার্ড থেকে তথ্য ধারণে ব্যবহৃত ‘ম্যাগনেটিক স্ট্রিপ’ পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাস্টারকার্ড।
২০৩৩ সাল নাগাদ মাস্টারকার্ডের ইস্যু করা কোনো কার্ডেই আর এই প্রযুক্তি ব্যবহার করা হবে না। সচরাচর ক্রেডিট ও ডেবিট কার্ডের পেছনে কালো চুম্বকীয় একটি অংশ থাকে যেখানে কার্ডের তথ্য সংরক্ষণ করা থাকে, এটির নামই ম্যাগনেটিক স্ট্রিপ।
এর পরিবর্তে চিপ ও পিনযুক্ত কার্ড বাধ্যতামূলক করছে মাস্টারকার্ড। এছাড়াও, আঙুলের ছাপ শনাক্ত করতে পারে এমন নতুন বায়োমেট্রিক প্রযুক্তির কার্ডও প্রচলন করা হবে। মাস্টারকার্ড বলছে, তারা পুরনো এই প্রযুক্তি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া প্রথম প্রতিষ্ঠান।