আইফোন ও আইপ্যাড ডিভাইসের জন্য স্পেশাল অডিও সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। খবর আইএএনএস।
নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, ডিরেকশনাল অডিও ফিল্টার ব্যবহারের মাধ্যমে এ ফিচার ব্যবহারকারীদের অন্যতম অভিজ্ঞতা দেবে। দীর্ঘদিন ধরে নেটফ্লিক্স এ ফিচার চালু করার চেষ্টা করে আসছিল। নেটফ্লিক্সের এক মুখপাত্র জানান, আইওএস ১৪ পরিচালিত আইফোন ও আইপ্যাড ডিভাইসে স্পেশাল অডিও সুবিধা চালুর কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়, কন্ট্রোল সেন্টার থেকে স্পেশাল অডিও ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। সেই সঙ্গে এয়ারপডস প্রো এবং এয়ারপডস ম্যাক্সে এটি বিশেষ ফিচার হিসেবে থাকবে।
২০২০ সালের জুনে অ্যাপলের হেডফোনের থ্রিডি অডিও হিসেবে স্পেশাল অডিও কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি জানায়, ডিরেকশনাল অডিও ফিল্টার ব্যবহারের মাধ্যমে ভার্চুয়ালি যেকোনো স্থানে গান বা যেকোনো শব্দ বাজানো যাবে। এর ফলে শব্দ উত্পাদন ও শ্রবণের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতার সৃষ্টি হবে। এটি ব্যবহারকারীর চারপাশের চ্যানেলগুলোকে সঠিক স্থানে রাখবে। এমনকি কেউ যদি মাথা সরিয়ে ফেলেন কিংবা ডিভাইসের অবস্থান পরিবর্তন করেন, তবুও এটি কাজ করবে।