প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোড ফিনিক্স’ নিয়ে এসেছে এমন একটি ‘পজ’ ( পয়েন্ট অফ সেল) সফটওয়্যার যার মাধ্যমে ব্যবসার সকল হিসাব-নিকাশ খুব সহজে যেকোনো জায়গায় বসে পাওয়া যাবে। বিক্রি থেকে স্টক পর্যন্ত সব কিছুই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপে।
সাধারণ পজ সফটওয়্যার -এ একাধিক আউটলেটের হিসাব গতানুগতিক পদ্ধতিতে রাখা কঠিন হয়ে যায়, সেখানে একাধিক আউটলেটের সকল হিসাব সহজে রাখতে ‘কোড ফিনিক্স পজ’ খুবই কার্যকরী।
প্রতিটি ব্যবসার ধরন অনুযায়ি ‘কোড ফিনিক্স পজ’ এ ব্যবসার মান নিয়ত্রন করার জন্য বিভিন্ন বিকল্প রয়েছে। আপনি যদি একটি রেস্তোরাঁ চালান, খুচরা সামগ্রী বিক্রি করেন অথবা পরবর্তীতে যে ব্যবসাই করুন না কেন তার জন্য কেবল একটি বহুমুখী পিওএস প্রয়োজন, কোড ফিনিক্স পজ সফটওয়্যার আপনাকে এবং আপনার অনান্য ব্যবসায়িক চাহিদাগুলিকে সর্বোত্তমভাবে সমর্থন করবে।
স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে কম সময়ে পণ্য বিক্রয় করা, নির্ভুলভাবে দেনা-পাওনার হিসাব তৈরি করা, অনলাইনে অথবা অফলাইনে যাবতীয় হিসাব পর্যবেক্ষণ করা যাবে ‘কোড ফিনিক্স পজ’ এর সাহায্যে।
বাণিজ্যিক প্রয়োগের ক্ষেত্রে বেশিরভাগ সফটওয়্যারই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রতারণা রোধ করতে সক্ষম নয়, ফলে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘কোড ফিনিক্স পজ’ এ ক্ষেত্রে ব্যতিক্রম। এটি ডুয়েল এন্ট্রি এবং ফর্জ এন্ট্রি নিরূপণে সক্ষম ও সিকিউরড একটি সিস্টেম।
অনন্য কিছু সুবিধা পাওয়া যাবে এই সফটওয়্যারে- যেমন, লাভ-ক্ষতির হিসাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি, যেকোনো জায়গায় বসে পুরো ব্যবসা নিয়ন্ত্রণ, হিসাব রাখার জন্য অধিক লোকবলের দরকার হবে না, মাসে কত বিক্রি হয়েছে গ্রাফিক্যালি দেখা, কাস্টমারের নগদ ও বাকির হিসাব রাখা যাবে নিখুঁতভাবে এবং কোন পণ্য বেশি কিংবা কম বিক্রি হয়েছে তাও জানা যাবে এই সফটওয়্যারের মাধ্যম।
সফটওয়্যারটির মূল্য রাখা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতার মধ্যে, রয়েছে ২৪/৭ গ্রাহক সেবা। এমনকি ফ্রি-ভার্সন এর সাহায্যে ছোট ব্যবসা সহজেই পরিচালনা করা যায়।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: www.codefinix.com/contact-us.html, ওয়েব সাইট: www.codefinix.com/pos.html ও যোগাযোগ নম্বর: 01957575206