বিজনেস পার্টনারদের সঙ্গে কার্ডহোল্ডারদের এক চিরস্থায়ী সম্পর্ক গড়ে দেবে আলেশা কার্ড- এমন অফার দিয়ে মার্কেটিং বন্ধ করতে সরকারের তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহিদুল কবীর এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি শনিবার (২১ আগস্ট) নিশ্চিত করেছেন আইনজীবী।
লিগ্যাল নোটিশে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আলেশা হোল্ডিংশ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের (আরজিএসসি) জয়েন্ট স্টক রেজিস্ট্রার এবং ই-ক্যাবের মহাসচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার চারদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে আইনি প্রতিকারের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ই-কমার্স নীতিমালায় কোনো গিফট ভাউচার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য নয়। ৭ হাজার ৯৮০ টাকা দিয়ে আলেশা কার্ড সাবস্ক্রাইব করে প্রতি বছর কার্ডটি নবায়ন করতে আরও ৯৮০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের, এই নিয়মটিও ই-কমার্স নীতিমালায় আইনসম্মত নয় বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী সৈয়দ মুহিদুল কবীর বলেন, ‘আলেশা কার্ড নামে যে কার্ড গ্রাহকদের দেওয়া হচ্ছে তা আমাদের দেশে চুক্তি আইন ও দণ্ডবিধি আইন অনুযায়ী এক ধরনের প্রতারণা। তারা প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কারণ, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এমন কার্ড বিক্রি করতে পারবে না। তারা যা করছে তা করতে পারে না।’
আগামী চার কার্যদিবসের ভেতর আলেশার প্রতারণার মর্কেটিং বন্ধের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে রিট আবেদন করা হবে।’