অক্টোবর থেকে ৫০ শতাংশ সক্ষমতা নিয়ে অফিস কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও আপাতত সে পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা মাথায় রেখে অফিসে ফেরার সময় পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। আপাতত ২০২২ সালের জানুয়ারিকে পরবর্তী তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। খবর এনগ্যাজেট।
কর্মীদের কাছে পাঠানো একটি মেমোতে অ্যাপল জানায়, অফিস খোলার অন্তত এক মাস আগে কর্মীদের অবহিত করা হবে। বেশির ভাগ বৃহৎ কোম্পানির মতো অ্যাপলও হাইব্রিড কাজের রুটিন অনুসরণ করছে।
এর আগে সেপ্টেম্বরে অফিস কার্যক্রম শুরুর ঘোষণায় কর্মীদের বাধার মুখে পড়ে অ্যাপল কর্তৃপক্ষ। অফিসে ফেরার চাপ প্রয়োগ করাতে কর্মীরা বেঁকে বসে এবং তারা সম্পূর্ণ রিমোট অফিসের (অফিসের বাইরে থেকে কাজ বা বাসা থেকে কাজ) দাবিও জানায়।
করোনা সংক্রমণের হারের ভিত্তিতে রিটেইল শাখা অ্যাপল স্টোর খুলছে বা বন্ধ করছে তারা। চলতি সপ্তাহেই সাউথ ক্যারোলাইনার চার্লসটনে অ্যাপল স্টোর বন্ধ করে দেয়া হয়। রিটেইল আউটলেটটির ২০ জনেরও বেশি কর্মী কভিড-১৯-এর ঝুঁকিতে পড়ায় এ সিদ্ধান্ত নেয় অ্যাপল কর্তৃপক্ষ।