প্রযুক্তি শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাইবার নিরাপত্তা, র্যানসমওয়্যার আক্রমণসহ প্রযুক্তি জগতের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনায় বসবেন মার্কিন সরকারের ৪৬-তম কাণ্ডারী।
ব্লুমবার্গ জানিয়েছে, বুধবার বাইডেনের সঙ্গে বৈঠকে বসার জন্য হোয়াইট হাউজে আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা এবং অ্যামাজন প্রধান অ্যান্ডি জেসি বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
গুগল, আইবিএম, জেপিমর্গান চেস এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগদাতা প্রতিষ্ঠান সাউদার্ন কোম্পানিও বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এর মধ্যে সাউদার্ন কোম্পানির সিইও টম ফ্যানিং বৈঠকে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থাটি।
বৈঠকে আলাপের মূল বিষয়বস্তু কী হবে, সেটি এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, সাম্প্রতিক সোলারউইন্ডে সাইবার আক্রমণ, কেসিয়া র্যানসমওয়্যার আক্রমণ এবং কলোনিয়াল পাইপালাইনে সাইবার আক্রমণের ঘটনাগুলো যে বৈঠকে গুরুত্ব পাবে, সেটি প্রায় নিশ্চিত।
তবে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর সামাজিক মাধ্যমে তাদের বিতর্কিত উপস্থিতি এবং ওই বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ আলোচনার বিষয় হবে কি না, সেই বিষয়ে জানা যায়নি।
হোয়াইট হাউজ থেকে আমন্ত্রিতদের মধ্যে ফেইসবুক বা টুইটারের মতো শীর্ষ সামজিক মাধ্যমগুলোর প্রধান কর্মকর্তা বা প্রতিনিধিরা আছেন কি না, সেই বিষয়টিও স্পষ্ট নয়।
জো বাইডেনের সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানদের বৈঠক প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, আইবিএম, জেপিমর্গান এবং সাইদার্ন কোম্পানির প্রতিনিধিরা।
এই প্রসঙ্গে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে হোয়াইট হাউজের পক্ষ থেকেও।