বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহারের সুবিধা নিয়ে বাজারে নতুন ল্যাপটপ এনেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। এইচপি স্পেক্ট্রা এক্স৩৬০ ১৪ টু ইন ওয়ান নামে এটি বাজারে উন্মুক্ত করা হয়েছে। এতে ইন্টেলের সর্বাধুনিক প্রসেসর এবং আইরিশ এক্সই গ্রাফিকস দেয়া হয়েছে।
ল্যাপটপটিতে ৩৬০ ডিগ্রি কব্জা সুবিধা রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে টেন্ট মোড, ট্যাবলেট মোড, ফ্ল্যাট লেসহ যেকোনো অবস্থায় এ ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। এইচপি স্পেক্ট্রা এক্স৩৬০ ল্যাপটপে ১৪ ইঞ্চির ফুল এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। এর রেজল্যুশন ১৯২০X১৮৮০, আসপেক্ট রেশিও ৩:২ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০ দশমিক ৩৩ শতাংশ।
এইচপি স্পেক্ট্রা এক্স৩৬০ ১৪ ল্যাপটপে ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই সেভেন ১১৬৫জি৭ প্রসেসর এবং ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স দেয়া হয়েছে। এছাড়াও এতে ১৬ জিবি জিবিএলপিডিডিআরফোরএক্স ৪২৬৬ মেগাহার্টজের এসডি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১ টেরাবাইট পিসিআইই এনভিএমই টিএলসি সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) দেয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে ল্যাপটপে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ভার্সন ৫ রয়েছে। এছাড়াও প্রিমিয়াম ভার্সনে ব্যবহারকারীরা থান্ডারবোল্ট ৪ ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে ল্যাপটপে ক্যামেরা শাটার বাটন, এইচপি কমান্ড সেন্টার, মিউট মিক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এইচপি স্পেক্ট্রা এক্স৩৬০ ১৪ ল্যাপটপটির ওজন ১ দশমিক ৩৬ কেজি। প্রতিষ্ঠানটির দাবি একবারের চার্জে টানা ১৭ ঘণ্টা ল্যাপটপটি ব্যবহার করা যাবে।
এতে এইচপি সিওরভিউ রিফ্লেক্ট প্রাইভেসি স্ক্রিন ফিচার রয়েছে। যেটি ব্যবহারকারীদের দুইগুণ বেশি নিরাপত্তা দেবে এবং ব্যক্তিগত ফাইলগুলোকে হ্যাকিংয়ের কবল থেকে রক্ষা করবে।
এইচপি জানায়, এ ল্যাপটপের কিবোর্ড প্রাকৃতিক ও পুনর্নবায়নযোগ্য কৃষি বর্জ্য যেমন সাধারণ খড়, বিটের পাল্প এবং গৃহস্থালির বর্জ্য থেকে তৈরি করা হয়েছে। প্রতিটি কিবোর্ডে ১৪ দশমিক ৪৬ গ্রাম অর্গানিক, পুনর্নবায়নযোগ্য বর্জ্য ব্যবহার করা হয়েছে। এর ফলে ১ হাজার ২০০ কেজি কার্বন নিঃসরণ কমানো গেছে।
এইচপি স্পেক্ট্রা এক্স৩৬০ ১৪ টু ইন ওয়ান ল্যাপটপের বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে। নাইটফল ব্ল্যাক রঙে এ ল্যাপটপটি পাওয়া যাবে।