মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার আকাশে ইলেকট্রিক ট্যাক্সি ওড়াবে। সম্প্রতি এর পরীক্ষা-নীরিক্ষাও শুরু হয়েছে। অচিরেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাসা তার এই বিশেষ পরীক্ষা চালাবে। নাসা তার এই বিশেষ প্রকল্পটার নাম দিয়েছে টেস্টিং ইলেকট্রিক ভেইকেল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং। এই প্রকল্পটি অ্যাডভান্সড এয়ার মোবিলিটির আওতাভুক্ত।
এই পরীক্ষা সফল হলে নাসা আগামী দিনে শহরাঞ্চলে বা তার সন্নিহিত এলাকার আকাশপথে বিদ্যুৎচালিত এই এয়ার ট্যাক্সি চালাবে বলে পরিকল্পনা করে রেখেছে। এটা সেক্ষেত্রে একটি বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে গণ্য হতে পারবে। যে পরিবহণ মাধ্যমে মানুষ ও মালপত্র দুইই সাফল্য়ের সঙ্গে বহন করা যাবে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের আরও অনেকগুলো বিষয় খতিয়ে দেখে নেওয়ার পরিকল্পনাও আছে। যেমন সংশ্লিষ্ট এলাকার আকাশে কতটা এয়ারস্পেস পাওয়া যাবে বা এয়ার ট্যাক্সির লোকেশন কোথায় কোথায় কী ভাবে করা যাবে ইত্যাদি।