ওয়াচ সিরিজ ৭ উন্মোচনের পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছে না অ্যাপল। তবে উৎপাদন সংকটের কারণে সীমিত পরিমাণে বাজারে আনা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত এ স্মার্টওয়াচটি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়, পরবর্তী প্রজন্মের অ্যাপল ওয়াচ উৎপাদন নিয়ে বেশ সংকটের মধ্যে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। তবে চলতি মাসের শেষ দিকে অ্যাপল যে আইফোন ১৩ বাজারে আনবে, তার সঙ্গে পরিকল্পনামাফিক অ্যাপল ওয়াচ সিরিজ ৭ও উন্মোচন করবে। তবে প্রাথমিকভাবে সীমিত পরিমাণে বাজারে ছাড়া হবে।
নতুন নকশায় বাজারে আসার দাবি অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এর। এর ডিসপ্লে সাইজ হতে পারে ৪০-৪৫ মিলিমিটার। তবে নতুন ডিসপ্লের নকশা নিয়ে বেশকিছু সংকটে পড়েছে প্রযুক্তি জায়ান্টটি। এতে বড় আকারের ব্যাটারি থাকতে পারে, যা দীর্ঘ সময় সেবা দিতে পারবে।
৯টু৫ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, ১৪ সেপ্টেম্বর একটি ভার্চুয়াল ইভেন্টে আইফোন ১৩ ওয়াচ সিরিজ ৭-সহ বেশ কয়েকটি ডিভাইস উন্মোচন করতে পারে অ্যাপল। আগস্টে এক প্রতিবেদনে নিক্কেই এশিয়া জানায়, নতুন ওয়াচ সিরিজটির জটিল নকশার কারণে উৎপাদনে বিলম্ব হচ্ছে।