নতুন ট্যাবলেট পিসির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে শাওমি। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শাওমি প্যাড ৫ আনতে যাচ্ছে তারা। গত মাসে চীনের বাজারে উন্মোচিত হয়েছিল শাওমির এ ট্যাবলেট পিসিটি। দক্ষিণ কোরিয়ার গ্রাহকদের এটা কিনতে খরচ করতে হবে ৪ লাখ ৪৯ হাজার ওন বা ৩৮০ ডলার।
২০১৪ সালের পর এ প্রথম দক্ষিণ কোরিয়ার বাজারে নতুন ট্যাবলেট আনতে যাচ্ছে শাওমি। করোনা পরিস্থিতিতে ঘরে থেকে কাজ ও ক্লাস বৃদ্ধিতে ট্যাবনির্ভরতা বেড়েছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার সম্ভাবনাময় বাজারে ট্যাবলেট পিসিটি আনতে যাচ্ছে বলে জানায় চীনা কোম্পানিটি।
প্যাড ৫ ট্যাবলেট পিসিতে ১১ ইঞ্চি ডিসপ্লে থাকছে, যা ১২০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। কোয়ালকমের ৭ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর থাকছে তাতে। ৮ হাজার ৭২০ এমএএইচের ব্যাটারি দীর্ঘসময় সেবা দেবে। ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে ট্যাবটিতে। অ্যাপলের আইপ্যাড ও স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবের নিয়ন্ত্রণাধীন ট্যাবলেট বাজারে প্যাড ৫-এর মাধ্যমে জায়গা নেয়ার আশা প্রকাশ করছে শাওমি।
দক্ষিণ কোরিয়ায় বাজার সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ওয়্যারলেস ইয়ারবাডস রেডমি বাডস ৩ প্রো ও বাজারে আনবে শাওমি। এছাড়া দক্ষিণ কোরিয়ার বাজারে শিগগিরই কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার্স, কার্ভড গেমিং মনিটর ও এয়ার ফ্রাইয়ার আনার পরিকল্পনা করছে তারা।