নগদের ঋণের দায়ভার ডাক বিভাগ নেবে না বলে সরকারের আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকে জানিয়েছে ডাক বিভাগ । গ্রাহকের টাকার বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ । এই ঋণ সমন্বয় করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ছয় মাসের দিয়েছে।
বাংলাদেশে মোবাইল ফোনে অর্থ লেনদেনের আলোচিত প্রতিষ্ঠান নগদের ৫১ শতাংশ মালিকানা নিয়ে ডাকা বিভাগ কীভাবে কোম্পানি গঠন করবে – মঙ্গলবার সরকারের আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকে সেই নিয়ম ঠিক করা হয়েছে। ডাক বিভাগ এখন নগদের ৫১ শতাংশ মালিকানা নিয়ে একটি কোম্পানি গঠনের প্রক্রিয়া চালাচ্ছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেছেন, তাদের এই বৈঠকে কোম্পানির একটি কাঠামো ঠিক করা হয়েছে। ডাক বিভাগ থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য এবং বেসরকারি প্রতিষ্ঠান নগদের চারজন সদস্য নিয়ে পরিচালনা বোর্ড থাকবে। এই বোর্ডে পদাধিকার বলে চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।
আরো পড়ুন:‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় উধাও হচ্ছে টাকা
মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেছেন, নগদের ঋণের দায়ভার ডাক বিভাগ নেবে না। কোম্পানি হওয়ার আগে তাদের দায় এবং দায়িত্ব নিয়ে তো আমরা কোম্পানি করবো না।তারা (নগদ লিমিটেড) বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে যদি ঋণ নিয়ে থাকে, সেটা তাদের দায় এবং দায়িত্ব তা পরিশোধ করা।
আরো পড়ুন: ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
কেন্দ্রীয় ব্যাংক ঋণের টাকা শোধ করার জন্য ছয় মাস সময় দিয়েছে ।কোম্পানি গঠনের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে নগদকে ঋণ পরিশোধ করতে হবে।বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নিয়েছিল। সেটা আমাদের নোটিশে আসার পর তাদের পরিশোধের জন্য নির্দিষ্ট সময় দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের বক্তব্য হচ্ছে, “নগদ এখন যে পর্যায়ে এসেছে, সেখানে অন্য ব্যক্তির অর্থের বিষয় আছে। সেজন্য কোম্পানি গঠনের আগে তাদের ঋণ শোধ করে আসতে বলা হয়েছে।”