বাসা বা অফিসের জন্য একটা কম্পিউটার তো লাগেই। অনেকে রেডিমেট কিনে নেন; আবার কেউ কেউ বাজারে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পছন্দ করে সংযোজিত বা ক্লোন কম্পিউটার বানিয়ে নেন। তবে ইলেক্ট্রনিক যন্ত্রাংশ কেনার জন্য প্রয়োজন হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান।
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) অসংখ্য কম্পিউটার হার্ডওয়্যার বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অল্প সময়েই গ্রাহকদের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। এর মধ্যে অন্যতম—টেকল্যান্ড।
টেকল্যান্ডের সিইও মো. রাকিবুল হুদা মজুমদার বলেন, বর্তমানে কম্পিউটার হার্ডওয়্যারের বাজার বেশ অস্থিতিশীল। প্রতিদিনই বিভিন্ন যন্ত্রাংশের দাম পরিবর্তন হচ্ছে। তবে আমরা আশা করছি ডিসেম্বরের মাঝামাঝিতে একটু স্বস্তি ফিরবে।
বর্তমান বাজারে বেশিরভাগ ক্রেতাই পছন্দ মতো ডেস্কটপ কম্পিউটার বানিয়ে নিচ্ছে। মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, স্পিকার, মাউস, কি–বোর্ড, ডিভিডি রাইটার, র্যাম ইত্যাদি কিনে এক করার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। টেকল্যান্ড জানিয়েছে, বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের ৫০০ ধরনের পণ্য বিক্রি করে আছে তাদের কাছে।
টেকল্যান্ডের সিইও বলেন, ঘরে ও অফিসে ভালো একটি ডেস্কটপ ব্যবহারের ক্ষেত্রে একটু ভালো প্রসেসর যেমন কোর আইথ্রি হলে ভালো হয়। এ ছাড়া ছবি ও ভিডিও সম্পাদনাসহ গ্রাফিকসের কাজ আর গেম খেলার জন্য কোর আই ফাইভ বা সেভেন প্রসেসর ব্যবহার করা যেতে পারে।
অনলাইনেও আমাদের সেবা রয়েছে টেকল্যান্ডের। ২০২০ সালে মার্চে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সদস্যপদ পেয়েছে ‘টেকল্যান্ড বিডি’। ই-কমার্সে টেকল্যান্ড বিডি উদীয়মান হলেও, বর্তমানে প্রতিমাসে ৩ হাজারের বেশি অর্ডার পেয়ে থাকে প্রতিষ্ঠানটি।