স্মার্টফোন কিনবেন বলে চিন্তা করছেন? কম দামে ভালো ফোন কিনতে চাইলে মোবাইল ফোন বাজারের রকমারী স্মার্টফোন, বাহারী ফিচার ও বৈচিত্র্যময় স্পেকস আপনাকে নিশ্চিতভাবেই গভীর ভাবনার মধ্যে ফেলবে। আর বাজেট নিয়ে হিসাব আর পকেটের দুশ্চিন্তা তো থেকেই থাকে। সেক্ষেত্রে নতুন মোবাইল ফোন কেনার প্রথম পূর্বশর্ত হল মোবাইলের দাম ও বাজেটের মধ্যে সম্মিলন ঘটানো। কম দামে ভালো ফোন খুঁজে বের করা খুব একটা সহজসাধ্য কাজও নয়। মোবাইল ফোন শপিং কে সহজ করতে এবার দেখে নেই মাত্র ১০,০০০ টাকা দামের মধ্যে ২০২১ সালের ৫ টি সেরা ব্র্যান্ডের স্মার্টফোন, যা নিঃসন্দেহে আপনার মোবাইল ফোনের চাহিদা মেটাবে শতভাগ।
১০,০০০ টাকায় ৫ টি মোবাইল ফোন একনজরেঃ
১। স্যামসাং গ্যালাক্সি এ০১ – ফিচার ও দাম
প্রসেসরঃ কুয়ালকোম স্ন্যাপড্রাগন অক্টাকোর
র্যাম/রমঃ ২ জিবি, ১৬ জিবি
ডিসপ্লেঃ ৫.৭”
ক্যামেরাঃ ব্যাক (১৩, ২) এমপি ডুয়েল, ফ্রন্ট ৫ এমপি
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ১০
ব্যাটারিঃ ৩,০০০ এমএএইচ
২। অ্যালক্যাটেল ৩ – ফিচার ও দাম
প্রসেসরঃ এসডিএম অক্টাকোর
র্যাম/রমঃ ৩ জিবি, ৩২ জিবি
ডিসপ্লেঃ ৫.৯”
ক্যামেরাঃ ব্যাক ১৬ + ৫ এমপি, ফ্রন্ট ১৩ এমপি
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৯.০ পাই
ব্যাটারিঃ ৩,৫০০ এমএএইচ
৩। শাওমি রেডমি ৯(xiaomi redmi 9) – ফিচার ও দাম
প্রসেসরঃ অক্টা-কোর
র্যাম/রমঃ ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম
ডিসপ্লেঃ ৬.৫৩” ফুল এইচডি
ক্যামেরাঃ এআই কোয়াড (১৩+৮+৫+২) এমপি
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ১০
৪। রিয়েলমি সি২১ – ফিচার ও দাম
প্রসেসরঃ অক্টা-কোর
র্যাম/রমঃ ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম
ডিসপ্লেঃ ৬.৫” এইচডি
ক্যামেরাঃ ট্রিপল (১৩+২+২) এমপি ব্যাক ও ৫ এমপি ফ্রন্ট
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ১০
ব্যাটারিঃ ৫,০০০ এমএএইচ
৫। মাইক্রোম্যাক্স কিউ ৪২৬১ – ফিচার ও দাম
প্রসেসরঃ ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর
র্যাম/রমঃ ৩ জিবি র্যাম ও ১৬ জিবি রম
ডিসপ্লেঃ ৫” আইপিএস
ক্যামেরাঃ ৮ এমপি ব্যাক ও ৫ এমপি ফ্রন্ট
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৭.০
ব্যাটারিঃ ২,৫০০ এমএএইচ