২০১০ সালে চালু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অ্যাপলের ডিভাইসগুলোতে ‘ফেসটাইম’ অ্যাপ চালু ছিল না। কিন্তু গত রোববার দেশটিতে সম্প্রতি চালু হয়েছে অ্যাপটির ফেস কল সুবিধা। ধারণা করা হচ্ছে, এবার হয়তো ফেসটাইমের বিষয়ে উপসাগরীয় দেশটিতে নীতিগত পরিবর্তন আসবে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ইউএইতে বিক্রি হওয়া অ্যাপেলের গ্যাজেটগুলোতে উচ্চমানের ভয়েস ও ভিডিও কলযুক্ত অ্যাপটি সচল থাকে না। কিন্তু গতকাল থেকে দেশটির অভ্যন্তরে বা বাইরে অ্যাপটি কাজ করতে শুরু করেছে।
১ অক্টোবর দুবাইয়ে এক্সপো ২০২০ শুরু হওয়ার পর আমিরাতে সচল হলো ফেসটাইম। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের মার্চে এ আয়োজন শেষ হবে। এ সময় পর্যন্ত দেশটিতে হয়তো অ্যাপটি সচল থাকবে। তবে এ পরিবর্তন স্থায়ী হবে কিনা বলা যাচ্ছে না। কারণ আমিরাত সরকারের টেলিযোগাযোগ ও ডিজিটাল রেগুলেটরি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনো নীরব রয়েছে। এ থেকে বোঝা যায়, তারা স্কাইপ ও হোয়াটসঅ্যাপেই ভয়েস ও ভিডিও কল পরিষেবা সীমাবদ্ধ রাখতে পারে।
রাষ্ট্র পরিচালিত টেলিকমের মুনাফা রক্ষায় ফেসটাইম বন্ধ রাখা অনেকটাই সহজ প্রচেষ্টা। সংশয় আছে এর নিরাপত্তা নিয়েও। আমিরাতের বিশ্বাস, আইফোন হ্যাকের মাধ্যমে ভিন্নমতাদর্শীরা সহজেই তাদের চলাচলের ওপর নজর রাখতে পারে। যদিও ফেস টাইমের ভিডিও চ্যাটে নজরদারি কঠিন।