স্মার্টফোনপ্রেমীদের জন্য রাজধানীতে তিনটি ‘মোটো হাব’ চালু করেছে দেশে মটোরোলা মোবাইলের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মোবাইল বিভাগ।
বসুন্ধরা সিটি, মোহাম্মদপুরের টোকিও স্কয়ার ও সাভারের সিটি সেন্টারে এসব ‘মোটো হাব’ চালু করা হয়েছে।
চলতি বছরের মধ্যে দেশের বড় বড় শহরে আরও কয়েকটা মটো হাব চালুর পরিকল্পনা রয়েছে স্মার্ট টেলিকমের মোবাইল বিভাগের।
মোটো হাবে এক্সক্লুসিভলি শুধু মটোরোলার স্মার্টফোনগুলোই পাওয়া যাবে। দেশের বাজারে নতুন কোনও মটোরোলার স্মার্টফোন আসলে প্রথমে এসব হাব থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া বিভিন্ন সময়ে বাজারে আসা মটোরোলা স্মার্টফোনও মিলবে মটো হাবে।
মটোরোলা বিশ্ববিখ্যাত লেনোভোর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দীর্ঘ ১০ বছর বিরতী দিয়ে কোম্পানিটি বাংলাদেশের বাজারে নতুন নতুন ফোন এনেছে। বাংলাদেশের মটোরোলার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।