চীনে কর্মকর্তাদের অনুরোধের পর বিশ্বের অন্যতম জনপ্রিয় ‘কোরআন মজিদ’ অ্যাপ সরিয়ে নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিশ্বে জনপ্রিয় কোরআন মজিদ অ্যাপটির রিভিউর সংখ্যা দেড় লাখের মতো।
বিশ্বের লাখ লাখ মুসলিম এই অ্যাপটি ব্যবহার করেন। বিশ্বের অ্যাপ স্টোরে অ্যাপগুলোর ওপর নজর রাখে এমন একটি ওয়েবসাইট ‘অ্যাপল সেন্সরশিপ’ এই খবরটি প্রথম প্রকাশ করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অবৈধ ধর্মীয় টেক্সট থাকায় অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে চীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে জানায়, অ্যাপলের মতে, আমাদের অ্যাপ ‘কোরআন মজিদ’ চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ তাতে কিছু বিষয় ছিল, যা অবৈধ। বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
প্রতিষ্ঠানটি বলছে, চীনে তাদের অ্যাপটির ব্যবহারকারী অন্তত ১০ লাখ।
কোরআন অ্যাপটি সরিয়ে নেওয়ার বিষয়ে বিবিসির কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল। তবে তারা মানবাধিকার বিষয়ে তাদের নীতির কথা উল্লেখ করেছে।