ক্রোম ব্রাউজারের জন্য নতুন লাইট পেইজ ফিচার উন্মুক্ত করেছে গুগল। পেজ দ্রুত লোড হওয়ার পাশাপাশি অ্যান্ড্রয়েডের ডেটা সেভার ফিচারের সঙ্গে ভালোভাবে কাজ করবে এটি।
মঙ্গলবার গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়, “একটি পেজ অপটিমাইজড কি-না তা দেখাতে ক্রোমের ইউআরএল বারে এখন বলা হবে যে, পেইজের লাইট সংস্করণ দেখানো হচ্ছে।”
গ্রাহক যদি ঘনঘন আসল পেজটি লোড করে থাকেন তবে আলাদা আলাদা সাইট বা গ্রাহকভেদে লাইট পেজ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে ক্রোম– খবর আইএএনএস-এর।
গুগলের পোস্টে আরও বলা হয়, “পেজ লোডিং উন্নত করতে আমারা বিল্ট-ইন অপ্টিমাইজেশন ও গুগল সার্ভার ব্যবহার করেছি।”
‘পেজস্পিড ইনসাইটস’ এবং ‘ওয়েবপেইজ টেস্ট’ টুলগুলো ব্যবহার করে ডেভেলপারদেরকে ওয়েব পেজের কার্যকরিতা বাড়ানো এবং যাচাই করার কথা বলেছে গুগল।