শেষতক ঠিকই স্মার্ট ফেস মাস্ক অবমুক্ত করেছে নন্দিত বৈশ্বিক গেমিং ব্র্যান্ড রেজার। তবে অবমুক্তির পরই ফুরিয়ে গেছে রেজরের ‘স্টার্টার প্যাক’। এখন আবারো অপেক্ষা করতে হবে দ্বিতীয় কিস্তির ‘জেফির’ মাস্ক এর জ ন্য।
এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, দেড়শ’ ডলারের তিনটি প্রতিস্থাপন ফিল্টার কিটসহ রেজারের ‘স্টার্টার প্যাক’ ফুরিয়ে গেছে এরই মধ্যে। তবে মহামারীর এ সময়ে গেমারদের জন্য কার্যকরী ‘হাই-এন্ড’ সুরক্ষা কিট হিসেবে “শীঘ্রই” আসছে জেফির।
জেফরি স্মার্ট মাস্কের স্বচ্ছ্ব নকশায় জ্বলতে দেখা যাবে আরজিবি আলো। এন৯৫ ফিল্টারের সঙ্গে ডুয়াল-ফ্যান সক্রিয় বাতাস পরিশুদ্ধকরণ প্রক্রিয়ায় পরিহিতকে সুরক্ষিত রাখবে মাস্কটি। মাস্কের আলো ‘কাস্টোমাইজ’ করার জন্য রয়েছে মোবাইল অ্যাপও।
চলতি বছরের শুরুতে প্রজেক্ট হেজেল নামে কনসেপ্ট মাস্কটিকে দেখানো হয়েছিল কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে । তখনই ব্যাপক সাড়া ফেলেছিল এটি। সেটিই এখন বাজারে এসেছে ‘জেফির’ নামে।