ফ্ল্যাগশিপ কাটাগরিতে এক ইঞ্চির এক্সমোর আরএস সিমোস সেন্সরসহ নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে জাপানের বহুজাতিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান সনি। সনি এক্সপেরিয়া প্রো-আই নামে এটি বাজারে আনা হয়েছে। স্মার্টফোনের মডেলে থাকা আই অক্ষরটি ইমেজিং বা ছবি তোলার বিষয়কে নির্দেশ করে।
সনি এক্সপেরিয়া প্রো-আই স্মার্টফোনে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে বিল্ট ইন অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৩৮৪০X১৬৪৪ পিক্সেলের ওলেড ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ, আসপেক্ট রেশিও ২১:৯। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ও পেছনে গরিলা গ্লাস ৬ দেয়া হয়েছে। নতুন স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইউএফএস স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডিএক্সসি কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
সনি এক্সপেরিয়া প্রো-আই স্মার্টফোনটি মূলত ফটোগ্রাফি ও ভ্লগিংয়ের জন্য তৈরি করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে এতে ১ ইঞ্চির এক্সমোর আরএস সেন্সরের ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে একই সেন্সরের আরো দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচারও রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনের সম্মুখে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। স্মার্টফোনটির ডান পাশে ডেডিকেটেড শাটার বাটন ও জাইস টেসার ক্যালিব্রেটেড অপটিক্স রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৬ (৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স), ডুয়াল ব্যান্ডের ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ), ব্লুটুথ ভার্সন ৫.২, ইউএসবি টাইপ সি, এনএফসি ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। স্মার্টফোনটিতে জিপিএস, গ্লোনাস, বিডু, গ্যালিলেও, কিইজেডএসএস ও একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
স্মার্টফোনটিতে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেয়া হয়েছে। ফোনটিতে পানি নিরোধক আইপিএক্স৫, আইপিএক্স৮ এবং ধুলোবালি প্রতিরোধে আইপি৬এক্স রেটিং রয়েছে। এর বাজারমূল্য ১ হাজার ৭৯৯ ডলার ৯৯ সেন্ট।