টাকার বিনিময়ে প্রতারকদের তথ্য দিয়ে আসছিলেন তিনি। তার দেওয়া তথ্যকে কাজে লাগিয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। তানভীর সিরাজী নামে বিকাশের সেই টেরিটরি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি। গাজীপুরের টঙ্গী থেকে গতকাল মঙ্গলবার, ২ নভেম্বর, তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মালিবাগের সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বুধবার, ৩ নভেম্বর, এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ২০১২ সালে বিকাশে যোগ দেন তানভীর সিরাজী। টেরিটরি ম্যানেজার হিসেবে ঢাকা, গাজীপুর এবং সবশেষ কিশোরগঞ্জে কাজ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কয়েক বছর আগে ফরিদপুরে দুই প্রতারক তাকে তথ্য প্রদানের বিনিময়ে টাকার অফার করে। এতে তিনি রাজি হয়ে যান। তারপর থেকে নিয়মিত প্রতারকদের তথ্য সরবরাহ করে আসছিলেন তিনি। তানভীরের মূলত কাজ ছিল নতুন এজেন্টদের তালিকা সরবরাহ করা।
সিআইডি আরো জানায়, প্রতারকদের দেওয়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট গ্রাহকদের ফোন দিত এজেন্টরা। নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তারা কৌশলে গ্রাহকের ওটিপি হাতিয়ে নিয়ে তাদের অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিত। সম্প্রতি টাঙ্গাইলে এক বিকাশ এজেন্টের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় করা মামলা তদন্ত করতে গিয়েই তানভীর সিরাজীর প্রতারণা সম্পর্কে জানতে পারে সিআইডি।