রেডমি ওয়াচের সফলতার অংশ হিসেবে বাজারে উন্নত ডিসপ্লের নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। রেডমি ওয়াচ ২ নামে এটি বাজারে আনা হয়েছে। তবে এতে আগের স্মার্টওয়াচের টিএফটি ডিসপ্লের পরিবর্তে বড় আকৃতির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে।
রেডমি ওয়াচ ২-তে ১ দশমিক ৬ ইঞ্চির অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৩৬০X৩২০ পিক্সেল, স্ক্রিন টু বডি রেশিও ৬৩:৭ ও পিক্সেল ডেনসিটি ৩০১ পিপিআই। এতে সরু বেজেল থাকায় ব্যবহারকারীরা ভালো ভিউয়িং অভিজ্ঞতা পাবেন। নতুন স্মার্টওয়াচে ১০০টির বেশি ওয়াচ ফেস রয়েছে এবং এতে অলয়েজ অন ডিসপ্লে ফিচারও রয়েছে।
ডিসপ্লে ছাড়াও রেডমি ওয়াচ ২-এর সেন্সরেও বেশকিছু পরিবর্তন এনেছে শাওমি। এতে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) ট্র্যাকিং এবং স্লিপ অ্যানালাইসিস ফিচার রয়েছে। আউটডোর ওয়ার্কআউট ও অন্যান্য কার্যক্রম অনুসরণে স্মার্টওয়াচটিতে গ্লোনাস, জিপিএস, গ্যালিলেও ও বাইডু সাপোর্ট রয়েছে।
রেডমি ওয়াচ ২-তে শাওমি ১১৭টি ফিটনের মোড যুক্ত করেছে। যার মধ্যে ১৭টি পেশাদার ওয়ার্কআউট মোড। স্মার্ট কন্ট্রোলের জন্য এতে শিয়াওএআই ফিচার এবং পেমেন্টের জন্য এনএফসিও রয়েছে। শাওমির নতুন স্মার্টওয়াচে বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত চিপসেট দেয়া হয়েছে। চিপসেটের সঙ্গে নতুন ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যালগরিদম ও ২৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। একবারের চার্জে স্মার্টওয়াচটি ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। ম্যাগনেটিক চার্জারের পাশাপাশি স্মার্টওয়াচটিতে ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচারও দেয়া হয়েছে।
চীনের বাজারে কালো, নীল ও আইভরি ডায়াল রঙে স্মার্টওয়াচটি পাওয়া যাবে। এগুলো ছাড়াও বাদামি, অলিভ ও গোলাপি রঙের স্ট্র্যাপে স্মার্টওয়াচটি সংগ্রহ করা যাবে। এর মূল্য ৩৯৯ চাইনিজ ইউয়ান।