গত মাসে চীনের বাজারে কিউ৩এস স্মার্টফোন উন্মোচন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট রিয়েলমি। সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই বাজারে নতুন আরেকটি স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। কিউ৩টি নামে এটি বাজারে আনা হয়েছে। ফোনটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি একটি ক্লাউড ফোন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ক্লাউড অ্যাপস, ভিডিওস, ভিআরসহ বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। চায়না টেলিকমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাজারে কিউ৩টি স্মার্টফোন উন্মুক্ত করেছে রিয়েলমি।
রিয়েলমি কিউ৩টি স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি ইউআই ২.০ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। এতে ৬ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০৮০ী২৪১২ রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিটস পিক, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও বডি টু স্ক্রিন রেশিও ৯০ দশমিক ৮ শতাংশ।
স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দেয়া হয়েছে। এতে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে স্মার্টফোনটিতে অ্যাড্রেনো ৬৪২এলও রয়েছে। ফোনটিতে মাল্টি টাস্কিংয়ের জন্য ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ৫ জিবি ভার্চুয়াল র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।
রিয়েলমি কিউ৩টি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেয়া হয়েছে। প্রথমেই ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এরপর ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফাইভজি, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এ-জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলেও, ইউএসবি-সি পোর্ট ও একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের ইয়ারফোন জ্যাক রয়েছে। এতে এনএফসি ও এফএম রেডিও নেই। স্মার্টফোনটিতে এক্সিলারোমিটার, জায়রো, প্রক্সিমিটি, কম্পাস ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
মাল্টি টাস্কিংয়ে ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য রিয়েলমি কিউ৩টি স্মার্টফোনে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির পাশাপাশি ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি ২৫ মিনিটে ব্যাটারিতে ৫০ শতাংশ চার্জ দেয়া সম্ভব। চীনের বাজারে নেবুলা ও নাইট স্কাই ব্লু রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ৩২৮ ডলার বা ২ হাজার ৯৯ ইউয়ান।