আগামী বছর ট্যাবলেট পিসি ও ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি বাড়ানোর পরিকল্পনা করেছে স্যামসাং। কোম্পানির অভ্যন্তরীণ সূত্রের বরাতে দি ইলেক জানায়, ২০২২ সালে ট্যাবলেট পিসি ও ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি ২০২০-এর তুলনায় যথাক্রমে ৬ ও ৯ শতাংশ বাড়াবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
স্যামসাং তাদের গ্যালাক্সি ট্যাব সিরিজ বিক্রি করবে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট। ২০২১-এর তুলনায় যা বাড়তে পারে ৩ শতাংশ। ২০২০ সালে ৩ কোটি ১০ লাখ ইউনিট ট্যাব বিক্রির পর চলতি বছরে ৩ কোটি ২০ লাখ ট্যাব বিক্রি করতে যাচ্ছে স্যামসাং।
গ্যালাক্সি ট্যাব ৮ আল্ট্রা, এস৮ প্লাস ও এস৮ উৎপাদন হবে যথাক্রমে চার লাখ, নয় লাখ ও ১২ লাখ ইউনিট। ২০২২ সালের প্রথম প্রান্তিকে এ মডেলগুলোর নির্মাণকাজ শুরু হবে। আগামী বছরের তৃতীয় প্রান্তিকে এস৮ লাইট নির্মাণ শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। এ স্মার্টফোনটি ১৬ লাখ ইউনিট নির্মাণ হবে বলে আশাবাদ স্যামসাংয়ের।
৩ কোটি ৪০ লাখ ইউনিটের ট্যাব বিক্রির লক্ষ্যমাত্রায় ৬০ শতাংশ পূরণ করবে গ্যালাক্সি ট্যাব এ সিরিজ। স্যামসাং তাদের গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ও এ৮ প্রতিটিই ১ কোটি ১০ লাখ ইউনিট করে নির্মাণ করবে। গ্যালাক্সি এ৭ নির্মাণ করবে ১২ লাখ ইউনিট।