লকওয়াইজ পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ বন্ধ করছে যুক্তরাষ্ট্রের অ্যাপ ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান মজিলা। এর আগে ফাইল ট্রান্সফার টুল, থান্ডারবোল্ট ই-মেইল প্লাটফর্মসহ বেশকিছু প্রকল্পও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
আপডেট প্রদানের দিক থেকে সাম্প্রতিক সময়ে মজিলা বেশকিছু সমস্যার মুখোমুখি হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প বাতিলে বাধ্য হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর থেকে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপের সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এর পর থেকে বর্তমান ও নতুন কোনো ব্যবহারকারী আর এটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবে না।
প্রাথমিক পর্যায়ে মজিলা অ্যাপটিকে লকবক্সের ছোট পরীক্ষা বলে আখ্যা দিয়েছিল। এর পর ধীরে ধীরে এতে আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপে ইউজারদের জন্য অটো পাসওয়ার্ড সেভ ও অটোফিল অপশন চালু করে মজিলা। এর কিছু পরে ওয়েব ব্রাউজারের অটোফিল ইন্টিগ্রেশনের জন্য অ্যাপটিকে ফায়ারফক্স এক্সটেনশনে রূপান্তর করা হয়।
সাপোর্ট পেজে এক পোস্টের মাধমে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ডেস্কটপ ও মোবাইলে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহারের মাধ্যমে পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে।